রামকমলের ছবির শুটিং শেষ করলেন রোহিত, ঋতাভরী

RBN Web Desk: ‘কেক ওয়াক’, ‘সিজ়নস গ্রিটিং’ ও ‘রিকশাওয়ালা’ ছবির সাফল্যের পর পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর চতুর্থ ছবি ‘ব্রোকেন ফ্রেম’। স্বল্পদৈর্ঘ্যের এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রোহিত রায় ও ঋতাভরী চক্রবর্তী।

ব্রোকেন ফ্রেম’-এর গল্প এক দম্পতিকে কেন্দ্র করে। তাদের বিবাহবার্ষিকীর রাতে উৎসবের মাঝেই ঘটে যায় কিছু অপ্রত্যাশিত ঘটনা। তারপর কোন দিকে এগোয় ঘটনাপ্রবাহ? সেই গল্প শোনাবে ‘ব্রোকেন ফ্রেম’। রামকমলের লেখা আটটি ছোটগল্পের সংকলন ‘লং আইল্যান্ড আইসড টি’ বইটির প্রথম অধ্যায়ের ওপর নির্মিত এই ছবি।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

এই অধ্যায়টিকেই কেন বেছে নিলেন পরিচালক?   

“আমি চেয়েছিলাম এই আটটি গল্প নিয়ে বিভিন্ন পরিচালক ছবি করুন,” জানালেন রামকমল। “কিন্তু সেটা হয়ে ওঠেনি। প্রথম গল্পটা পাঠকদের ভীষন পছন্দের। তাই এটা নিয়েই ছবি করার সিদ্ধান্ত নিই। তবে স্বাভাবিক কারণেই চিত্রনাট্যে কিছু পরিবর্তন করতে হয়েছে।”

কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শুটিং। আগের তিনটি ছবির মতো ‘ব্রোকেন ফ্রেম’-এরও শুটিং হয়েছে কলকাতায়।

আরও পড়ুন: কলকাতার বুকে ক্যাফে থিয়েটারের অভিনব প্রয়াস

রামকমল জানালেন, “আমার সবকটা ছবির গল্পই কলকাতাকেন্দ্রিক। আসলে এটা আমার জন্মভূমি, সেই কারণেই হয়তো শহরটা আমাকে এত আকর্ষণ করে। তবে এই পরিস্থিতিতে কলকাতায় কাজ করা মোটেই সহজ ছিল না। অনেক বিধিনিষেধ মেনে ছবির শুটিং শেষ করেছি আমরা।”

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রামকমল জানালেন, “অনুরাগ কাশ্যপের ছবি ‘ফুল ফর লাভ’-এ আমি ওকে প্রথম দেখি। পরে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ দেখেই মনে হয়েছিল ও ভীষণ প্রতিভাশালী। চিত্রনাট্য যখন পড়া হয় তখন যেগুলো ও বুঝতে পারেনি, সেগুলো আলাদা করে নোট করে নিয়েছিল। সেগুলো বুঝিয়ে দিতেই ও চরিত্রটাকে আত্মস্থ করে ফেলে। আর রোহিত শুটিং শেষ না হওয়া পর্যন্ত চরিত্রটা যাপন করে। ওর সঙ্গে কাজ করতে পেরে আমি আপ্লুত।”




রামকমলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছবির রোহিতের। তবে পরিচালক হিসেবে রামকমল ভীষণ কড়া টাস্কমাস্টার এমনটাই জানালেন রোহিত। “আমি রামকমলকে ওঁর সাংবাদিক জীবনের শুরু থেকেই চিনি। এষা দেওল অভিনীত ‘কেক ওয়াক’ এবং সেলিনা জেটলি অভিনীত ‘সিজ়নস গ্রিটিংস’ ছবি দুটো দেখার ওর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে মেসেজ করেছিলাম। তার কয়েক মাসের মধ্যেই রামকমল এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে। ছবির বিষয়টি দুর্দান্ত লেগেছিল তাই সহজেই রাজি হয়ে যাই,” জানালেন রোহিত।

ছবির চিত্রনাট্য লিখেছেন সমীর শেঠিয়া। সঙ্গীত পরিচালনায় রয়েছেন শৈলেন্দ্র কুমার। ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *