দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

RBN Web Desk: পদ্মসম্মানে ভূষিত হয়েছেন অনেক আগেই। এবার চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁকে পুরস্কৃত করা হবে। আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে অশ্বিনী বৈষ্ণব এই খবর জানিয়েছেন।

অশ্বিনী এক্স হ্যান্ডেলে লিখেছেন, মিঠুনজির অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মকেই অনুপ্রেরণা জোগায়। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অসামান্য। কিংবদন্তী এই অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি।

আরও পড়ুন: সৃজিত এখন অনেক পরিণত, মনে করেন স্বস্তিকা

মিঠুনকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের জন্যই এই স্বীকৃতি। তিনি একজন সাংস্কৃতিক আইকন। বহুমুখী অভিনয়ের জন্য তিনি সব প্রজন্মের কাছেই প্রশংসিত। অন্যদিকে বহু অনুরাগী এবং তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন মিঠুনকে।

তাঁর নাম ঘোষণা হওয়ার পর মিঠুন বলেন, তিনি কখনও ভাবেননি এতবড় সম্মান পাবেন। কলকাতার অন্ধগলি থেকে উঠে এসেছেন তিনি। তাই আক্ষরিক অর্থেই তিনি হতবাক, বলেন মিঠুন।

ছবি: ইকনমিক টাইমস




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *