ডিফেক্টিভ গোয়েন্দার গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ়
RBN Web Desk: বাংলা ছবি ও সিরিজ়ে গত কয়েক বছর ধরে গোয়েন্দার ছড়াছড়ি। কিন্তু কোনও ডিটেকটিভ যদি ডিফেক্টিভ হয় তাহলে গোয়েন্দা গল্প একটু অন্যরকম হয়ে পড়ে বইকি। সেরকমই এক গল্প নিয়ে আসছে পরিচালক নীল নওয়াজ়ের ওয়েব সিরিজ় ‘অবনী সেন এর ৭ নং কেস’। অভিনয়ে রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, যুধাজিৎ সরকার, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য ও সুস্মিতা রায়।
সফল গোয়েন্দা গল্প তো অনেক হয়, কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতার আখ্যান খুব একটা সামনে আসে না। ‘অবনী সেন’-এর গল্প খানিকটা সেরকমই। পরিচালক, অভিনেতা এমনকি ডাক্তার কিংবা উকিল বাবার সন্তানও একই পেশায় যাবে এটা একটা অলিখিত নিয়ম বলা চলে। তাহলে গোয়েন্দা কেন নয়! যেমন নব্বইয়ের দশকের দাপুটে গোয়েন্দা ছিলেন দক্ষিণারঞ্জন সেন। সাধারণ চুরি চামারির কেস হোক বা বুদ্ধিমান হত্যাকারী কেউই তার হাত থেকে পার পায়নি। কিন্তু এ গল্প তাকে নিয়ে নয়। এ গল্প অবনীর। দক্ষিণারঞ্জনের ছেলে অবনী। ছেলেবেলায় ঠাম্মার কাছে বাবার গোয়েন্দাগিরির গল্প শুনে শুনে খুব স্বাভাবিকভাবেই সেও গোয়েন্দা হতেই চেয়েছিল। তবে বাবার প্রতিভা ছেলের মধ্যেও থাকতেই হবে এমন কোনও কথা নেই। যদিও বাবার নাম ভাঙিয়ে গোটা ছয়েক কেস সে পেয়েছিল, কিন্তু যথেষ্ট দক্ষতার অভাবে একটারও সমাধান করতে পারে না সে। এরপর কি অবনীকে আর কেউ কেস দেবে? প্রথম সিজ়ন শুরু হয় এভাবেই।
RBN Web Desk: কাল্পনিক হলেও আদর্শ ট্রিবিউট
“এই সিরিজ় যতটা না ডিটেকটিভ গল্প, তার চেয়ে অনেক বেশি ডিটেকটিভের গল্প। রেডিমেট নায়কসুলভ গোয়েন্দা তো অনেক দেখলাম আমরা, এবার একটু গোয়েন্দা তৈরির জার্নিটা দেখা যাক,” বললেন নীল।
শীঘ্রই জানা যাবে ‘অবনী সেন এর ৭ নং কেস’ সিরিজ়ের মুক্তির তারিখ।