ওজন বাড়িয়ে ‘ফাটাফাটি’ ঋতাভরি, সঙ্গী আবির
RBN Web Desk: তেলের বিজ্ঞাপন হোক বা জামাকাপড়ের দোকানের ম্যানেকুইন, সর্বত্র নারীর চেহারা স্লিম হতে হবে, এমনটাই যেন অলিখিত নিয়ম হয়ে আসছে। সেই চিরাচরিত প্রথা ভাঙতে আসছে অরিত্র মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘ফাটাফাটি’। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে এই ছবির মূল দুই চরিত্রে থাকছেন ঋতাভরি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। আজ আন্তর্জাতিক নারীদিবসে মুক্তি পেল ছবির টিজ়ার।
ঠিক দু’বছর আগে এই একই দিনে মুক্তি পেয়েছিল অরিত্রর প্রথম ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। সেই ছবির মূল চরিত্রেও অভিনয় করেছিলেন ঋতাভরি।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
‘ফাটাফাটি’র টিজ়ার দেখে আন্দাজ করা যায় পুরুষ এবং নারীর চোখেও আদর্শ নারীদেহের তথাকথিত যে রূপ রয়েছে সেই মিথকে ভাঙার চেষ্টা করবে এই ছবি। বডি শেমিং ও মডেলিং পেশায় আদর্শ চেহারার ধারণাকে বদলে দেবে ‘ফাটাফাটি’।
সংবাদমাধ্যমকে ঋতাভরি জানালেন, “‘ব্রহ্মা জানেন’-এর কারণে আমি গর্বিত। তবে সেটা তার সাফল্যের জন্য নয়, বরং এটা জেনে যে আমাদের ছবিটা দেখার পর মহিলা পুরোহিতদের সমাজ অনেকাংশে মেনে নিয়েছে। এই ছবিতে আবার সেই পুরোনো টিমকে ফিরে পেতে চলেছি যাদের সঙ্গে আমি কাজ করতে অভ্যস্ত।”
অরিত্রর সঙ্গে আবিরের এটি প্রথম কাজ। তিনি জানালেন, “শিবপ্রসাদ ও নন্দিতাদির সঙ্গে বরাবরই কাজ করতে চেয়েছি। সিনেমা এমন একটা মাধ্যম যেখানে বিনোদনের সঙ্গে অভিনেতারা বিশেষ কিছু বার্তাও দর্শকদের পৌঁছে দেন। ‘ফাটাফাটি’ ঠিক সেই কাজটাই করবে।”
জিনিয়া সেনের কাহিনি ও চিত্রনাট্যে সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
এপ্রিলের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হবে।