নিউজ় চ্যানেলের থেকে ধারাবাহিক আনেক ভালো, দাবি তুলিকার
RBN Web Desk: যে কোনও নিউজ় চ্যানেলের থেকে টেলিভিশন ধারাবাহিকের মান উন্নত বলে মনে করেন অভিনেত্রী তুলিকা বসু। চলচ্চিত্র ছাড়াও একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন তুলিকা। বর্তমানে ‘কাঞ্চি’ ধারাবাহিকে আশাপূর্ণার চরিত্রে রয়েছেন তিনি।
তুলিকার দাবি, বেশিরভাগ নিউজ় চ্যানেলে অত্যন্ত বীভৎসভাবে খবর পরিবেশন করা হয়। ধারাবাহিকে সেটা হয় না। খারাপ-ভালো দুটোই দেখানো হয়। দর্শক নিজেই সিদ্ধান্তু নেন কোনটা দেখবেন।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
নিউজ় চ্যানেলে যে ভাবে রং চড়িয়ে খবর বলা হয়, তা অতিনাটকীয় বলে মনে করেন দর্শকের একটা বড় অংশ। এর থেকে ধারাবাহিক দেখা অনেক ভালো বলে দাবি তুলিকার।
বাংলা ধারাবাহিকের নারী চরিত্রগুলো গত দুই দশকে অনেক বদলেছে বলে দাবি তুলিকরা। আগে নারীরা শুধুই অত্যাচারিত হত। এখন তারা প্রতিবাদ করছে।