মাধুরী, মাসাবার সঙ্গে একই সিরিজ়ে স্বস্তিকা
RBN Web Desk: মাধুরী দীক্ষিতের সঙ্গে এবার একই সিরিজ়ে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। আজ স্বস্তিকা নিজেই জানিয়েছেন এই খবর। এই প্রথম কোনও ওয়েব সিরিজ়ে অংশগ্রহণ করতে চলেছেন মাধুরী। তিনি ও স্বস্তিকা ছাড়াও ‘হর কহানি হ্যায় জ়রুরি’ নামের এই সিরিজ়ে থাকছেন মাসাবা গুপ্তা ও শ্বেতা ত্রিপাঠী।
২০১৭ সাল থেকে ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন স্বস্তিকা। হিন্দিতে ‘পাতাললোক’ সিরিজ়ে অভিনয় করে মুম্বইয়ে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। বাংলায় দুপুর ঠাকুরপো ও মোহমায়া সিরিজ়েও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
আরও পড়ুন: আবারও ব্যোমকেশ, গল্পের শেষাংশ পাল্টাচ্ছেন অরিন্দম
এই সিরিজ়ের এক একটি পর্বে একজন অভিনেত্রী শোনাবেন তাঁর জীবন সংগ্রামের কাহিনি। শোনা যাচ্ছে একটি পর্বে থাকছেন তাপসী পান্নুও।
নেটফ্লিক্সে দেখা যাবে ‘হর কহানি হ্যায় জ়রুরি’।