বহিরাগতদের বিরুদ্ধে দলবাজি চলে: পার্নো
RBN Web Desk: বাংলা টেলিভিশন ও ছবির জগতে বহিরাগতদের বিরুদ্ধে দলবাজি চলে বলে অভিযোগ করলেন অভিনেত্রী পার্নো মিত্র। সম্প্রতি ‘কোড়া পাখি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে ফিরেছেন পার্নো। এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক, তিতাস ভৌমিক, কুশল চক্রবর্তী ও সুমন্ত মুখোপাধ্যায়।
সংবাদমাধ্যমের কাছে পার্নো অভিযোগ করেন যে টালিগঞ্জের দলবাজিতে বহিরাগতরা মিশতে না পারলে তাঁদের পেছনে ঠেলে দেওয়া হয়। একবার এক বিশিষ্ট পরিচালক তাঁকে একটা ছবির জন্য ডেকেছিলেন। তিনি পার্নোকে বলেন একটি নির্দিষ্ট টাকার অঙ্কের নীচে যেন তিনি পারিশ্রমিক না নেন। পার্নো প্রযোজনা সংস্থাকে সেইমত তাঁর পারিশ্রমিক জানান। পরে সেই পরিচালকই তাঁর বিরুদ্ধে নানা জায়গায় বলে বেড়ান।
আরও পড়ুন: অনুষ্কার হাত ধরে প্রকাশিত হলো ‘অভিযাত্রিক’-এর প্রথম পোস্টার
‘খেলা’, ‘মোহনা’, ‘বউ কথা কও’ ও ‘সময়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন পার্নো। বড়পর্দায় অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের মত পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।