আবারও ‘পরিণীতা’, মুক্তি পেল ট্রেলার

RBN Web Desk: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের এমনই জাদু যে একই গল্প থেকে বারবার তৈরি হয়েছে বিভিন্ন ভাষার ছবি, ধারাবাহিক, আর এখন ওয়েব সিরিজ়ও। ‘দেবদাস’ এবং ‘শ্রীকান্ত’র পর এবার আসছে ‘পরিণীতা’ (Parineeta)। দেশভাগের প্রেক্ষাপটে লেখা এই কিশোর প্রেমের কাহিনি বারবার দেখা গেছে সেলুলয়েডের পর্দায়।

শেষবার ‘পরিণীতা’ তৈরি হয়েছিল হিন্দিতে। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল প্রদীপ সরকারের সেই ছবি। তার ১৯ বছর পর এবার ওয়েব সিরিজে আসতে চলেছে বাঙালির এই প্রিয় কাহিনী। অদিতি রায়ের (Aditi Roy) পরিচালনায় এই সিরিজ়ে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy), লোকনাথ দে (Loknath Dey) অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) ও দেবদূত ঘোষ (Debdut Ghosh)। আজ দুপুরে শোভাবাজার নাটমন্দির মুক্তি পেল ট্রেলার। 

১৯০৫ সালের দেশভাগকে প্রেক্ষাপটে রেখে গড়ে ওঠে শেখর (গৌরব) ও ললিতার (দেবচন্দ্রিমা) কাহিনি। পাশাপাশি বাড়িতে থাকা দুই বাল্যবন্ধুর মধ্যে বয়স বাড়ার মধ্যে দিয়েই আসে প্রেম এবং নির্ভরতা। কিন্তু পারিবারিক জটিলতায় অবধারিতভাবে তৈরি হয় দূরত্ব। দুজনের অটুট সম্পর্কের মাঝে প্রবেশ করে গিরিন (অর্পণ)। ললিতা কি তাহলে পারিবারিক বন্ধু গিরিনকেই বিয়ে করবে?

আরও পড়ুন: সলমনের ছবি স্থগিত?

“শেষবার পরিণীতা দেখা গিয়েছিল হিন্দিতে,” বললেন গৌরব, “সেটা ২০০৫ সালে। কাজেই একটা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে গল্পটাকে আমরা উপস্থাপনা করতে চলেছি। শেখরের চরিত্রে নানারকম আবেগের স্তর রয়েছে, নানা দ্বন্দ্ব রয়েছে। এরকম একটা চরিত্রে অভিনয় করা সত্যি এক আলাদা অভিজ্ঞতা।” 

দেবচন্দ্রিমা জানালেন, “ললিতার চরিত্রে অভিনয় করা একটা স্বপ্নের মতো। অদিতিদি যে এই ব্যাপারে আমার ওপর ভরসা রেখেছে এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি তো বাড়িতে শাড়ি পরা অভ্যেস করেছি অদিতিদির কথা মতো। এছাড়া গৌরবদা আমার থেকে অনেকটা বড় হলেও এত ভালো একজন মানুষ আর এত কিছু শিখিয়েছে আমাকে, কাজ করতে গিয়ে কোথাও অসুবিধা হয়নি।”  

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে নয়া ভূমিকায় প্রসেনজিৎ?

এর আগে ‘লজ্জা’ এবং ‘নষ্টনীড়’ নিয়ে কাজ করার পর এবার সাহিত্যকেন্দ্রিক সিরিজ় নিয়ে অদিতি জানালেন, “‘পরিণীতা’ নিয়ে কাজ করা অবশ্যই খুব আবেগ আর ভালোলাগার একটা কাজ। আমরা যতদূর সম্ভব মূল কাহিনীকে অপরিবর্তিত রাখার চেষ্টা করেছি।” 

সিরিজ়ের চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল। সুর সংযোজন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

হইচই ডিজিটাল অ্যাপে ১৫ আগস্ট থেকে দেখা যাবে ‘পরিণীতা’।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *