নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরছেন ইন্দ্রাণী হালদার
RBN Web Desk: ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক ‘সীমারেখা’। তবে তারও আগে ‘গোয়েন্দা গিন্নী’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘দহন’ ছবির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
নতুন ধারাবাহিকটির নাম ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকে এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণীকে। তবে এই ধারাবাহিকের গল্প চিরাচরিত শাশুড়ি-বউমার কুটকাচালি নিয়ে নয়। স্বামী ও সন্তান নিয়ে সংসার শ্রীময়ীর। স্বামী বড় চাকুরে। শ্রীময়ী ইংরেজিতে তেমন সড়গড় নয়। এই নিয়ে ছেলেমেয়েরা তার ওপর বেশ একটু বিরক্ত। ছোট ছেলে মায়ের দুঃখ বুঝলেও খুব একটা কিছু করে উঠতে পারে না।
‘এল ডোরাডো’ মুক্তি নিয়ে জল্পনায় জল ঢাললেন সন্দীপ
বাবা-মায়ের সাথে ছেলেমেয়েদের সম্পর্ক নিয়েই এগোবে এই ধারাবাহিকের গল্প। একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে উষসী চক্রবর্তীকে।