‘রামায়ণ’-এ কুণাল কপূর
RBN Web Desk: ‘রামায়ণ’-এ অভিনয় করতে চলেছেন কুণাল কপূর (Kunal Kapoor)। রণবীর কপূর (Ranbir Kapoor) ও সাই পল্লবী (Sai Pallavi) অভিনীত এই ছবি নিয়ে প্রতিদিন আগ্রহ বাড়ছে। শোনা যাচ্ছে, ভারতীয় ছবির ইতিহাসে এটি সবথেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি।
সূত্রের খবর, ছবির জন্য বাকি অভিনেতাদের সঙ্গে অনুশীলন করছেন কুণাল। এছাড়াও তাঁর কস্টিউম ট্রায়াল চলছে। তবে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ‘রামায়ণ’-এর জন্য সবমিলিয়ে ৩৫০ দিনের শুটিং শিডিউল ধার্য করা হয়েছে। পোস্ট-প্রোডাকশন চলবে আরও ছ’মাস।
আরও পড়ুন: বাদ যাওয়া দৃশ্য সমেত ‘অথৈ’
আর কয়েকদিনের মধ্যেই শুটিং শুরু করবেন কুণাল। একটি সূত্র থেকে জানা গেছে, দেবরাজ ইন্দ্রের চরিত্রে কুণালকে দেখা যাবে। তবে এ নিয়ে জল্পনা চলছেই।