সলমনের ছবি স্থগিত?
RBN Web Desk: সিকি শতক আগে তাঁরা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন। ছবির নাম কুছ ‘কুছ হোতা হ্যায়’। এই ছবিতে তাঁর অভিনয় আজও জনপ্রিয়। সেই ছবির পরিচালক ছিলেন করণ জোহর (Karan Johar)। ২৫ বছর পর আবারও করণের সঙ্গে কাজ করার কথা ছিল সলমন খানের (Salman Khan)। ছবির নাম ‘দ্য বুল’ (The Bull), নামভূমিকায় সলমন। তবে এ ছবিতে নির্মাতা হিসেবে ছিলেন করণ।
সূত্রের খবর এ ছবির ভবিষ্যৎ তেমন উজ্জ্বল নয়। ‘দ্য বুল’-এর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণুবর্ধনকে। ব্রিগেডিয়ার ফারুখ বুলসারার জীবনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য।
আরও পড়ুন: সংঘাত অব্যাহত, মুখ পুড়ছে বাংলা ছবির
শোনা যাচ্ছে, ‘দেশাত্মবোধক’ ছবি নাকি বক্স অফিসে ভালো ফল করছে না। সিদ্ধার্থ মালহোত্রর ‘যোধা’ তার অন্যতম উদাহরণ। এই কারণে ‘বুল’ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন করণ।
ব্রিগেডিয়ার ফারুখ বুলসারার জীবনীর উপর ভিত্তি করে রচিত হচ্ছে এই ছবির চিত্রনাট্য। শোনা যাচ্ছে, ট্রেন্ড অনুযায়ী এখন বক্স অফিসে ভালো ফল করছে না ‘দেশাত্মবোধক’ ছবি। সিদ্ধার্থ মালহোত্রার ‘যোধা’ তার অন্যতম উদাহরণ। এই কারণে আপাতত ‘বুল’ ছবিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা করণ।