চলচ্চিত্র উৎসবে নয়া ভূমিকায় প্রসেনজিৎ?

RBN Web Desk: আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া ভূমিকায় থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এতদিন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে দেখা গিয়েছে তাঁকে। গতবারও এই দায়িত্ব পালন করেছেন তিনি।

কিছুদিন আগে চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদ থেকে সরে দাঁড়িয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এ বছর এই উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসব আগের থেকে বেশি জমকালো হবে বলে গতবারই বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

আরও পড়ুন: ‘সোলজার ২’-এর সম্ভাবনা, থাকবে কি প্রিটি-ববি জুটি?

রাজের পরিবর্তে চেয়ারপার্সন হতে চলেছেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose)। এ ব্যাপারে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। গৌতম আপাতত রোমে রয়েছেন। তাঁর নতুন ছবির প্রিমিয়র হবে সেখানে।

এখন থেকে প্রসেনজিৎ উৎসবের কো-চেয়ারপার্সন হিসেবে থাকবেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *