সঞ্জয় দত্তের ভিসা জটিলতা, শুটিং নিয়ে অনিশ্চয়তা
RBN Web Desk: যুক্তরাজ্যে শুটিং করতে যাওয়ার ভিসা পাচ্ছেন না সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তার ফলে সঞ্জয় অভিনীত বেশ কয়েকটি ছবি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্তত দুটি ছবির শুটিং ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০১২ সালে মুক্তি পেয়েছিল অশ্বিনী ধীরের ছবি ‘সন অফ সর্দার’ (Son of Sardaar)। সঞ্জয় ছাড়াও অভিনয় করেছিলেন অজয় দেবগণ, জুহি চাওলা ও সোনাক্ষী সিহং। বক্স অফিসে সফল হয়েছিল ছবিটি। সেই ছবির সিক্যুয়েল ‘সন অব সর্দার ২’-এর শুটিং শুরু হতে চলেছে। অজয় ও ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে সঞ্জয়কে ভাবা হয়েছিল। এই ছবির একটা বড় অংশের শুটিং হওয়ার কথা স্কটল্যান্ডে।
আরও পড়ুন: বাদ যাওয়া দৃশ্য সমেত ‘অথৈ’
১৯৯৩ সালে টাডা আইনে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন সঞ্জয়। তাই তাঁকে ভিসা দিতে নারাজ যুক্তরাজ্য।
শোনা যাচ্ছে সঞ্জয়ের বদলে রবি কিশনকে নেওয়া হতে পারে।