‘বর্ষসেরায় বর্ষশুরু’র দিন ঘোষণা
কলকাতা: কোভিডের চোখ রাঙানি সত্ত্বেও এ বছরে তাঁদের পুরস্কার প্রদানের দিন ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। গতকাল নন্দন প্রেক্ষাগৃহে এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অরুণ রায়, অরিজিৎ দত্তরা। একই মঞ্চে পালিত হলো পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনও।
প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার অনুষ্ঠিত হয় ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। তাই এর নাম ‘বর্ষসেরায় বর্ষশুরু’। করোনার কারণে এ বছর তা বেশ কয়েকবার পিছোনো হয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে ৬ অক্টোবর এ বছরের পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
পুরষ্কারের দিন ঘোষণার পাশাপাশি বিভিন্ন বিভাগের মনোনয়নও প্রকাশ করা হয়। এ বছর সেরা ছবির দৌড়ে রয়েছে ‘দ্বিতীয় পুরুষ’, ‘অব্যক্ত’, ‘শ্রাবণের ধারা’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ড্রাকুলা স্যার’। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, জিৎ, অনির্বাণ ভট্টাচার্য ও শাশ্বত চট্টোপাধ্যায়। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (‘দ্বিতীয় পুরুষ’), সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ (‘শ্রাবণের ধারা’), অনীক দত্ত (‘বরুণবাবুর বন্ধু’), দেবালয় ভট্টাচার্য (‘ড্রাকুলা স্যার’) ও মৈনাক ভৌমিক (‘চিনি’)। সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র ও অপরাজিতা আঢ্য।
এ বছর জীবনকৃতি সম্মান পাবেন বিশিষ্ট অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর থেকে ৩১ আগস্ট ঋতুপর্ণ ঘোষ স্মারক বক্তৃতার আয়োজন করবে অ্যাসোসিয়েশন।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী