প্রথমবার বাংলা গানে রহমান

RBN Web Desk: প্রথমবার বাংলা গানে সুর দিলেন গ্র্যামি ও অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এই প্রথম বাংলা গান গাইলেনও তিনি। তবে এই গান তিনি তৈরি করেছেন বাংলাদেশের জন্য। সেই দেশের জাতীয় পুরস্কারজয়ী গীতিকার জ়ুলফিকার রাসেলের কথায় দুটি গানের সুর করেছেন রহমান। গানদুটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রচনা করেছেন রাসেল। দুটি গানই গতবছর রহমানের চেন্নাইয়ের স্টুডিওয় রেকর্ড করা হয়। এর মধ্যে ‘বল জয় বঙ্গবন্ধু’  গানটি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনে শোনা গিয়েছিল। দ্বিতীয় গান ‘আজও শুনি বজ্রধ্বনি’ এখনও মুক্তি পায়নি। 

এর আগে বাংলা গানের ওপর কোনও কাজ করেননি রহমান। সুরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা যে এই দুটি গানের জন্য তাঁকে ভেবেছেন এবং ভারতে এসে তাঁর সঙ্গে কাজ করেছেন এ জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। বাংলা ভাষার মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশ এক শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে বলে মনে করেন রহমান। 

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে রাসেলকে গান দুটি রচনার দায়িত্ব দেওয়া হয়। বোর্ডের প্রধান অনলাইন মিটিংয়ের মাধ্যমে রহমানের সঙ্গে মিটিং করার পর মুম্বইতে তিনজন বৈঠক করেন। পরে গানদুটি রেকর্ডিংয়ের জন্য রাসেল চেন্নাই গিয়েছিলেন বলে জানা গেছে।




রহমান এই গানদুটির সুর ও সঠিক ইন্সট্রুমেন্ট ব্যবহারের ব্যাপারে আগে থেকেই সতর্ক ছিলেন বলে জানা গেছে। রাসেল জানিয়েছেন যে রহমান বঙ্গবন্ধু সম্পর্কে আগেই জানতেন। তাঁরা বঙ্গবন্ধুর জীবনের কোন অংশকে গানের মাধ্যমে তুলে ধরতে চাইছেন, সেটা রহমান জানতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সম্পর্কিত সমস্ত তথ্যও উনি তাঁদের কাছে চেয়েছিলেন। কোরাসে ‘আজও শুনি বজ্রধ্বনি হাওয়ায় হাওয়ায় রেশ, জয় বাংলা জয় বাংলা জয় বাংলাদেশ’ লাইনগুলো গাওয়ার রহমান একটা উনি এক আলাদা আবেগ সৃষ্টি করেছেন যা অতুলনীয়। তাঁর কাজের ক্ষেত্রে এ এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে, বলেছেন রাসেল।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *