সেরা অভিনেতার রৌপ্যপদক পেলেন রাশেদ
RBN Web Desk: ফিল্মেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজ় উৎসবে সেরা অভিনেতার রৌপ্যপদক পেলেন রাশেদ রহমান। পরিচালক সত্যজিৎ দাসের ছবি ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এ অভিনয়ের সুবাদে ফিল্মেরার আগস্ট-অক্টোবর সংস্করণে এই পুরস্কার জিতলেন রাশেদ। এটিই তাঁর প্রথম ছবি।
‘পেন্টিংস ইন দ্য ডার্ক’-এ এক দৃষ্টিহীন চিত্রকরের ভূমিকায় অভিনয় করেছেন রাশেদ। চরিত্রটির নাম ইমানুয়েল। ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না সে। দৃষ্টিশক্তি না থাকলেও, কানে শুনে ছবি আঁকতে পারে ইমানুয়েল। ছোট্ট এই ছেলেটির সবসময়ের সঙ্গী তার মা। কিন্তু সেই মাকেই একদিন হারিয়ে ফেলে সে। মাকে খুঁজতে শহরে এসে এক শিশু যৌনচক্রের শিকার হয় ইমানুয়েল। এরপর কি হয়, তাই নিয়েই এগিয়েছে ছবির গল্প।
আরও পড়ুন: নির্বাক, ব্যতিক্রমী ভাবনার নাটক ‘কনডেমড সেল’
পুরস্কৃত হয়ে স্বভাবতই খুশি রাশেদ। “ইমানুয়েলের চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং ছিল,” রেডিওবাংলানেট-কে জানালেন তিনি। “সত্যজিৎদাকে ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আশা করি ছবিটা সবার ভালো লাগবে।”
সত্যজিতের পরবর্তী ছবি ‘রাবণ’-এর কেন্দ্রীয় চরিত্রেও রয়েছেন রাশেদ।
শীঘ্রই মুক্তি পাবে ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’।