জাতীয় পুরস্কার পেল ‘কাবেরী অন্তর্ধান’

RBN Web Desk: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Awards) মঞ্চে সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ (Kaberi Antardhan)। কোভিডের কারণে দু’বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। তাই কেবলমাত্র ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে।

‘কাবেরী অন্তর্ধান’-এর নামভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কৌশিক সেন (Koushik Sen), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)

আরও পড়ুন: ভুয়ো খবর খণ্ডন করলেন নুসরত

‘কাবেরী অন্তর্ধান’ ছাড়াও জোড়া জাতীয় পুরস্কার জিতে নিয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘অপরাজিত’ (Aparajito)।  সেরা প্রোডাকশন ডিজ়াইন ও রূপটানের জন্য ছবিটি পুরস্কৃত হয়েছে। সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেলেন সোমনাথ কুণ্ডু।  




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *