রাজর্ষির ‘মায়া’র খেলায় চাঁদের হাট
কলকাতা: প্রেম, হিংসা, ক্ষমতার লড়াই, ষড়যন্ত্র, অনুতাপ, নাটকীয় মুহূর্ত, হতাশা, খুন, আত্মহত্যা সব মিলিয়ে উইলিয়ম শেক্সপিয়ারের অধিকাংশ নাটকেই জমজমাট প্রেক্ষাপট থাকত। এমনকি আজকের দিনেও সেই কাহিনী সমান প্রাসঙ্গিক। আজও বিভিন্ন আঙ্গিকে তাঁর নাটকের গল্পগুলোকে তুলে আনা হয়। তবে বাংলা ছবিতে ‘ম্যাকবেথ’কে নিয়ে কাজ এই প্রথম। এই কঠিন কাজটাই করে ফেলেছেন পরিচালক রাজর্ষি দে। তাঁর পরিচালনায় ‘মায়া’ ছবিতে দেখা যাবে ম্যাকবেথের এক অন্য রূপ। তারকাখচিত এই ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রোহিত বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, ঈশান মজুমদার, রাতাশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায়চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কান সিং সোধা। গতকাল শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির সঙ্গে জড়িত প্রায় সমস্ত শিল্পী ও কলাকুশলীরা।
মূল ‘ম্যাকবেথ’-এর তিন ডাইনির চরিত্র রাজর্ষির ছবির চালিকাশক্তি। এদের প্রধান শক্তি হলো মায়া। সেই চরিত্রে প্রথমবার কোনও ভারতীয় ছবিতে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে। তিনি এই ছবির সমস্ত নারী চরিত্রের অল্টার ইগোরূপে রয়েছেন। কলকাতায় তাঁর প্রথম কাজ নিয়ে উচ্ছ্বসিত মিথিলা জানালেন, “কাজটা নিয়ে খুব নার্ভাস ছিলাম। এত গুণী মানুষদের সঙ্গে কাজ করতে হবে ভেবে শুরু থেকে একটু ভয়-ভয় করছিল। তবে শ্যুট করতে গিয়ে সকলের সঙ্গে এত আনন্দ করেছি যে বলে বোঝানো সম্ভব নয়। একটা ছবিতে মানুষ যা-যা চাইতে পারে, এখানে আমরা সেই সবটুকু পেয়েছি। প্রচুর খাওয়াদাওয়া আর আনন্দ করেছি প্রতিদিন। কাজটা যে এর ফাঁকে কখন হয়ে গেল জানতেও পারলাম না।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
মূল গল্পের অন্যতম প্রধান নারী চরিত্র লেডি ম্যাকবেথ। এই ছবিতে সেই চরিত্রের নাম মৃণালিনী, অভিনয় করছেন তনুশ্রী। তিনি জানালেন, “মূল নাটকটা কমবেশি আমাদের সকলেরই জানা। তবে সেই গল্পটাকে রাজর্ষি যেভাবে বেঁধেছে সেটা পর্দায় দেখে ভালো লাগবেই। চিত্রনাট্যটা খুব ইউনিক ছিল। আরও একটা জিনিস হলো, বড় থেকে ছোট যাঁরা এখানে অভিনয় করেছেন প্রত্যেকে নিজের ক্ষেত্রে এক একটি প্রতিষ্ঠান। এমনকি ছোট চরিত্রে যাঁরা রয়েছেন তাঁরাও।”
ছবিতে ম্যাকবেথ বা মাইকেলের চরিত্রে রয়েছেন গৌরব। মৃণালিনীকে মাইকেলের থেকে বয়সে ছোট দেখাবে, তাই নিয়ে সন্দিহান ছিলেন তনুশ্রী। তবে পর্দায় তা একেবারেই বোঝা যায়নি।
আরও পড়ুন: প্রথমবার বাংলা গানে রহমান
এরকম একটা চরিত্রে তাঁকে ভাবার জন্য পরিচালককে ধন্যবাদ জানালেন গৌরব। “বেশ নতুন ধরনের একটা চরিত্র ছিল। খুব চ্যালেঞ্জিং তো বটেই। আমি আমার মতো করে চেষ্টা করেছি কাজটা করার। ছবিটা সকলের ভালো লাগবে,” আশা তাঁর।
‘ম্যাকবেথ’ আসলে ভাগ্য ও ষড়যন্ত্রের খেলায় টালমাটাল এক ট্র্যাজিক নায়কের গল্প হলেও রাজর্ষি এই কাহিনীকে শুরু থেকেই নারী ক্ষমতায়নের আলোয় দেখাতে চেয়েছন । “সেটাই করেছি ম্যাকবেথকে সামনে রেখে। আসলে আমার ধারণা সেই সময়ে মঞ্চে অভিনয় করার জন্য নারীদের পাওয়া যেত না, তাই পুরুষ প্রধান গল্পই বেশি লেখা হতো।”
তাঁর ছবিতে ১৯৮৯ থেকে ২০২১-এর সময়কালকে পটভূমি করেছেন পরিচালক। এর মধ্যে দিয়ে উঠে এসেছে এই গোটা সময়টার একটা আর্থসামাজিক চিত্র যা নারীদের উত্থানের কথা বলবে বলে জানালেন রাজর্ষি। “ক্ষমতার কেন্দ্রে মহিলাদের এগিয়ে আসতেই হবে। এছাড়া আর কোনও রাস্তা নেই বলেই আমি মনে করি। তবে ‘ম্যাকবেথ’ নিয়ে এর আগে বেশ কিছু কাজ হয়েছে। যেমন হিন্দিতে ‘মকবুল’, মালায়লমে ‘জোজি’, ‘ভীরম’ হয়েছে। এছাড়া মঞ্চে গিরিশ ঘোষ, উৎপল দত্ত ও কৌশিক সেন ‘ম্যাকবেথ’ করেছেন। তবে বাংলা ছবিতে ম্যাকবেথ এর আগে হয়নি।”
মূল ‘ম্যাকবেথ’ অবলম্বনে ছবির কাহিনী লিখেছেন রাজর্ষি। চিত্রনাট্য করেছেন ঈপ্সিতা দেবনাথ ও রাজর্ষি।সম্পাদনা করেছেন স্বর্ণাভ চক্রবর্তী। ছবিতে নজরুল ইসলামের গান থাকছে। এ ছাড়া অন্য গানে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য। গান লিখেছেন রাজর্ষি। মেকআপের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ চাকলাদার।
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ছবির ট্রেলার।