১৬ বছর পর বাংলা ছবিতে রাখী, পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার
RBN Web Desk: তাঁর অভিনীত শেষ বাংলা ছবি ছিল ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জন্য তিনি পেয়েছিলেন সেরা সহঅভিনেত্রীর জাতীয় পুরস্কার। এছাড়া সেই বছর সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কারও পেয়েছিল এই ছবি।
‘শুভ মহরৎ’-এর ঠিক ১৬ বছর পর বাংলা ছবিতে ফিরলেন রাখী গুলজ়ার। পরিচালক গৌতম হালদারের ‘নির্বাণ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই ছবির জন্যই তিনি এ বছরের তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। রাখী ছাড়াও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চৈতি ঘোষাল, বিদিতা বাগ ও সমদর্শী দত্ত। ছবিটি শেষ করতে সময় লেগেছে দীর্ঘ সাত বছর।
আরও পড়ুন: প্রকাশিত হলো পূর্ণাঙ্গ ‘শ্যামা’র অ্যালবাম
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সাহিত্যিক মতি নন্দীর কাহিনী ‘বিজলীবালার মুক্তি’ অবলম্বনে নির্মিত ‘নির্বাণ’। রাখী নিজেও উপস্থিত ছিলেন উৎসবের উদ্বোধনী দিনে। বাংলা ও হিন্দী, দুই ভাষাতেই তৈরী হয়েছে ছবিটি।
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নির্বাণ’।