এবার বাঙালি ক্রিকেটারের বায়োপিক বানাতে চান সৃজিত
RBN Web Desk: তাঁর পরিচালিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারিতে। তার আগেই এক বাঙালি ক্রিকেটারের বায়োপিক তৈরি করার ইচ্ছে প্রকাশ করলেন সৃজিত মুখোপাধ্যায়। ‘সাবাশ মিঠু’র নামভূমিকায় অভিনয় করেছেন তাপসী পন্নু।
সম্প্রতি বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে কিছুক্ষণের জন্য মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে উপস্থিত হয়েছিলেন সৃজিত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানেই বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেন সৃজিত। সাকিবকে নিয়ে ইতিমধ্যেই ছবি হওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তিনি। সাকিবকে নিয়ে কে আগে ছবি করবে, তাই নিয়ে এতদিন হুড়োহুড়ি পড়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। তা যখন হয়নি তখন এ বিষয়ে তাঁর অবশ্যই আগ্রহ থাকবে বলে জানিয়েছেন সৃজিত।
আরও পড়ুন: দিন ও সময় এক রেখেই মুক্তি পেল ‘৮/১২’-এর ট্রেলার
তবে সাকিব ছাড়াও বাংলাদেশের দুই প্রাক্তন অধিনায়ক রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজার জীবনী নিয়ে পড়াশোনা করছেন সৃজিত। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ঠিক আগে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন রকিবুল। এই ইতিহাস তাঁকে খুব টানে বলে জানিয়েছেন সৃজিত। রকিবুলের প্রতিবাদ, সে সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সে ঘটনা নিয়েও ছবি করার আগ্রহ প্রকাশ করেছেন সৃজিত।
ছবি: গার্গী মজুমদার