এবার ব্লাইন্ড ডেটিং নিয়ে রিয়্যালিটি শো
RBN Web Desk: ‘ব্লাইন্ড ডেটিং’ শব্দবন্ধের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। এর মাধ্যমে পরিচিত হওয়া যায় নতুন মানুষের সঙ্গে। কিছু ক্ষেত্রে কাজ করে যায় ব্লাইন্ড ডেটিংয়ের জাদু। ডেটিংয়ে আসা যুগল সত্যিই জুটি বাঁধেন, আবার কিছু ক্ষেত্রে সফল হয় না। তবে দুইয়েরই সম্ভাবনা থাকে সমান-সমান। এই ব্লাইন্ড ডেটিং এবার আসতে চলেছে রিয়্যালিটি শো হিসেবে।
কলকাতার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে এই নতুন রিয়্যালিটি শো, যার নাম ‘প্রেম গেম’। এই রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন খেয়া চট্টোপাধ্যায় ও প্রসূন সাহা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
এই শোয়ের স্রষ্টা অর্কভ জানান, “শহরের সদ্য যুবক-যুবতীদের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান তৈরি। কারোর সঙ্গে ডেটে গেলে তাঁদের মনের মধ্যে কী-কী আশা কাজ করে, তাঁরা কী মানসিকতা নিয়ে প্রেম করতে যান,― এগুলো দেখানোর জন্যই এই শোয়ের অবতারণা। এই শোয়ের সঞ্চালক হিসেবে ট্র্যাডিশনাল সঞ্চালকদের চয়ন করার পেছনে কারণ রয়েছে। এতে করে দুই জেনারেশনের মধ্যে তুলনা করা যাবে সহজেই।”
শোয়ের আর এক স্রষ্টা অনুসূয়া মনে করেন যে ২০২১ সালে দাঁড়িয়ে ডেটিং যেমন সহজ, তেমনই কঠিন। আধুনিক ডেটিংয়ের সুবিধে ও অসুবিধে দুই-ই তাঁরা তুলে ধরবেন এই সিরিজ়ে।
মোট পাঁচটি পর্বের পরিকল্পনা করা হয়েছে। পাঁচটি পর্বে যে জুটিদের দর্শকরা দেখতে পাবেন, তাঁরা হলেন শ্রীদীপ মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়; সৌমেন্দ্র ভট্টাচার্য ও ঈপ্সিতা ভট্টাচার্য; অয়ন ভট্টাচার্য ও পারমিতা সাহা, যশরূপ দে ও অম্বালিকা গঙ্গোপাধ্যায় এবং কার্তিকেয় ত্রিপাঠি ও মধুরিমা ঘোষ।
প্রতি সপ্তাহে একটি করে পর্ব মুক্তি পাবে উরিবাবা প্ল্যাটফর্মে।