ছোট পর্দায় এবার মুখোমুখি স্বামী-স্ত্রী
RBN Web Desk: বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। অভিনয় গুণে দর্শক মহলে যথেষ্ট সমাদৃত দুজনেই। এবার তাদেরই কার্যত টক্কর দিতে দেখা যাবে একে অপরের বিরুদ্ধে। তবে একই ধারাবাহিকে নয়, একটু অন্যরকম ভাবে।
সেটা কি রকম?
অভিনেতা সুবান রায়ের সাথে বিয়ের পর এই বছর জুন মাসে কৃ্ষ্ণকলি ধারাবাহিকে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন তিয়াসা রায়। ইতিমধ্যেই এই ধারাবাহিকটি ভালোই জনপ্রিয়তা লাভ করেছে এবং টিআরপি তালিকার ওপরের দিকেই থেকেছে বেশিরভাগ সময়। প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ এবং বিজ্ঞাপনদাতারা স্বভাবতই খুশি এই ধারাবাহিকের সাফল্যে।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
সন্ধ্যাবেলা যে সময়ে কৃ্ষ্ণকলি সম্প্রচার হয়, সেই একই স্লটে অন্য একটি বেসরকারী চ্যানেলে সম্প্রতি শুরু হয়েছে ইরাবতীর চুপকথা। এই ধারাবাহিকেরই একটি গুরুত্বপূর্ণ খলচরিত্রে অভিনয় করছেন সুবান।
এর আগে আমার দুর্গা নামক ধারাবাহিকে সুবানের অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। নেগেটিভ চরিত্রেই বেশি দেখা যায় তাঁকে, যদিও নিজের ইমেজ ভেঙে বিবাহ অভিযান-এর মত কমে়ডি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।
তবে এবার টিআরপি’র লড়াইয়ে মুখোমুখি স্বামী-স্ত্রী সুবান ও তিয়াসা।