কী রাঁধবেন ওম-মিমি?

RBN Web Desk: ‘জেনো, বাসনার সেরা বাসা রসনায়’, তাঁর ‘নিমন্ত্রণ’ কবিতায় লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’-এও মনমোহন বলেছিলেন, ‘আহারের এত বাহার, এ কেবল বাংলা দেশেই সম্ভব।’ তাই টেলিভিশনে ‘রান্নাবান্না’ চলছে জোরকদমে।

গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে ‘রান্নাবান্না’র বিশেষ স্বামী-স্ত্রী সপ্তাহ। গোটা সপ্তাহ জুড়েই চলছে এই বিশেষ আয়োজন। শুধু রান্নাই হবে না, একই সঙ্গে জুটিরা এসে বলবেন তাঁদের জীবনের নানা অভিজ্ঞতার গল্প। কীভাবে তাঁরা নানা বাধা অতিক্রম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই গল্পও শোনাবেন তাঁরা।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এই বিশেষ সপ্তাহের শেষ দিনে অতিথি হয়ে আসছেন অভিনেতা ওম সাহানি ও তাঁর স্ত্রী মিমি দত্ত। ওম-মিমি তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের গল্প বলবেন। রান্নাবান্নাও অবশ্যই হবে। মিমি রাঁধবেন কারি টোম্যাটো রাইস। ওম রাঁধবেন মাটন চিলি ফ্রাই। শুধু এঁদের দুজনের রান্নাই নয়, গোটা সপ্তাহটাই পরিপূর্ণ থাকবে জিভে জল আনা রান্নার বিভিন্ন প্রণালীতে। তার মধ্যে মসালা ভেজ কিমা, কুরকুরি ভিন্ডি ও পরিতোষ র‍্যাপ বিশেষ উল্লেখের দাবী রাখে।

স্টার জলসার ‘রান্নাবান্না’য় ওম-মিমির পর্বটি সম্প্রচারিত হবে ২০ মার্চ।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *