ফেলুদা হওয়ার কোনও প্রস্তাব এখনও পাইনি: যীশু সেনগুপ্ত
কলকাতা: গোয়েন্দা ফেলুদার চরিত্রে অভিনয় করার কোনও প্রস্তাব এখনও তাঁর কাছে আসেনি, এমনটাই দাবী করলেন অভিনেতা যীশু সেনগুপ্ত । পরবর্তী ফেলুদা কে হবেন তা নিয়ে দর্শক মহলে প্রায় প্রতিদিনই চলছে জল্পনা।
সন্দীপ রায়ের পরিচালনায় পরবর্তী ফেলুদার ছবি ছিন্নমস্তার অভিশাপ মু্ক্তি পাওয়ার কথা ২০১৯-এ।
যীশু আজ সংবাদমাধ্যমকে জানালেন, এই মুহূর্তে তার হাতে একেবারেই সময় নেই। তাছাড়া ফেলুদা হওয়ার প্রস্তাব এলেই তো আর একেবারে কাজ শুরু হয়ে যাবে না। তার একটা লম্বা প্রক্রিয়া থাকবে নিশ্চয়ই। ভবিষ্যতে প্রস্তাব এলে তখন ভেবে দেখবেন, জানালেন তিনি।
এবার পরিচালকদের নিজস্ব সংগঠন টালিগঞ্জে
কয়েক মাস আগে এক শীর্ষ বাংলা দৈনিকে চাউর হয়ে যায় যে যীশুই হচ্ছেন পরবর্তী ফেলুদা। সেই ধারণা আজ কার্যত নস্যাৎ করে দিলেন তিনি।
সন্দীপ রায় বর্তমানে প্রোফেসর শঙ্কু ও এলডোরাডো-এর শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবি শেষ করে তবে তিনি ছিন্নমস্তার অভিশাপ-এ হাত দেবেন। এবং সেটাও এই বছরের শেষদিকের আগে সম্ভব নয়। দুটি ছবিই প্রযোজনা করছেন একই সংস্থা।
Advertisement
সেই সংস্থারই এক ঘনিষ্ট সূত্র রেডিওবাংলানেট-কে জানালেন, ডবল ফেলুদা করার আগে নাম ভূমিকায় এক জনপ্রিয় অভিনেতার লুক টেস্ট নিয়ে পরে তাঁকে বাতিল করেছিলেন সন্দীপ। সম্প্রতি সেই অভিনেতারই আবার লুক টেস্ট নেওয়া হয়েছে এবং এবার নাকি সন্তুষ্ট হয়েছেন পরিচালক, সূত্রের দাবী।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
ডবল ফেলুদা ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী। ২০১৬ সালে এই ছবি মুক্তির সময় তাঁর বয়স ছিল ৬০। ফেলুদা হিসাবে দর্শকদের একাংশের কাছে একেবারেই গ্রহণযোগ্য হননি তিনি। আগামী বছর ছিন্নমস্তার অভিশাপ রিলিজ়ের সময় সব্যসাচীর বয়স হবে ৬৩। তাই ফেলুদার চরিত্রে তিনি যে একেবারেই বেমানান, তা বলার অপেক্ষ রাখে না। আর তাই নতুন অভিনেতার সন্ধান চলছে।
তবে শেষমেশ কে হবেন ফেলুদা তা ঠিক করবেন সন্দীপ নিজেই।
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এক যে ছিল রাজা মুক্তি পাবে পুজোয়। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যীশু।