পুরুলিয়ায় ‘টিকটিকি’
RBN Web Desk: ‘গোলন্দাজ’-এর পর তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘টিকটিকি’র শ্যুটিং শুরু করলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ওয়েব মাধ্যমে এটাই তাঁর প্রথম কাজ। দুটি চরিত্রকে কেন্দ্র করে ‘টিকটিকি’র কাহিনী আবর্তিত। এই দুই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। কাল থেকে পুরুলিয়ায় শুরু হবে এই সিরিজ়ের শ্যুটিং।
১৯৭০ সালে ব্রিটিশ নাট্যকার অ্যান্থনি শ্যাফর লিখেছিলেন দুই চরিত্র বিশিষ্ট নাটক ‘স্লিউথ’। গত অর্ধশতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একাধিক ভাষায়, নানা আঙ্গিকে মঞ্চস্থ হয়েছে ‘স্লিউথ’। ছবিও হয়েছে এই নাটক অবলম্বনে। সেই গল্প নিয়েই ‘টিকটিকি’ পরিচালনা করছেন ধ্রুব। নাটকে সত্যসিন্ধু রায়চৌধুরী ও বিমল নন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে সৌমিত্র চট্টোপাধ্যায় ও কৌশিক সেন। ধ্রুবর সিরিজ়ে সত্যসিন্ধুর চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও বিমলের ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ইতিমধ্যে তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছেন ধ্রুব।
কাল থেকে পুরুলিয়ায় শুরু হবে এই সিরিজ়ের শ্যুটিং।