মৈনাকের ছবির কেন্দ্রে চার নারী
RBN Web Desk: পারিবারিক সম্পর্কের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে মানুষ যেদিন রুজির খোঁজে ভিনদেশে পা বাড়ালো সেদিন থেকেই একান্নবর্তী পরিবারে শুরু হলো ভাঙন। তবু বয়োজ্যেষ্ঠদের আন্তরিক প্রচেষ্টায় টিকে যেত পরিবারের মূল খুঁটিটুকু। বাড়ির মানুষ যেখানেই থাকুক, অন্তরের টান থাকলে কোনও দূরত্বই যেন আর দূরে থাকে না। এমনই এক পরিবারের কাহিনী নিয়ে আসছেন পরিচালক মৈনাক ভৌমিক তাঁর আগামী ছবি ‘একান্নবর্তী’তে। একান্ন নয়, এক অন্ন। অর্থাৎ, অনেকগুলো মানুষের একসঙ্গে এক হেঁসেলের অন্নে প্রতিপালিত ‘একান্নবর্তী’। ছবিতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র, অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায়, অনন্যা সেন, সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সেন ও বিশ্বনাথ বসু।
ছবির কাহিনী গড়ে উঠেছে ব্যানার্জী পরিবারকে নিয়ে। এই পরিবারের চার নারীর গল্প নিয়েই ‘একান্নবর্তী’। পুজোর ক’টাদিনের আনন্দে সারা বছরে অর্জিত নানা অপ্রাপ্তি, ক্ষোভ, অবিশ্বাস, কষ্ট সবকিছুই ভুলে থাকে সবাই। পরিবারের সকলকে পাশে পেলে সব সংকটই যেন তুচ্ছ মনে হয়। যৌথ পরিবারের এই জোরালো বন্ধনের কথাই থাকছে মৈনাকের নতুন ছবিতে।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবির ভাবনা নিয়ে মৈনাক রেডিওবাংলানেট-কে জানালেন, “লকডাউনের সময় আমরা সকলেই তো দেখলাম একা হয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর। পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে থাকা এ সময় যে কতটা মানসিক জোর দিতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা অতিমারী। দশভূজাকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, সেই অসুরনাশিনী রূপের সঙ্গেই দুর্গার পরিবারকেও আমরা দেখি। এও যেন এক প্রতীকি রূপ যে পরিবার সঙ্গে থাকলে যে কোনও বিপদ, যে কোনও সংকটের মোকাবিলা করা যায়। সেই ভাবনা থেকেই এই ছবি। যে পারিবারিক মূল্যবোধ ক্রমশ আমরা হারিয়ে ফেলছি তাকে ফিরে পাওয়ার কথা বলবে ‘একান্নবর্তী’।”
ব্যানার্জী পরিবারের বড় মেয়ে শীলার ভূমিকায় রয়েছেন সৌরসেনী। “মৈনাকদা নারী চরিত্রগুলোয় অসাধারণ রূপদান করে,” বললেন তিনি। “শীলার মাথার উপরে রয়েছে নানারককম দায়িত্বের পাহাড়। ওর বোনের সমস্যা, মায়ের সমস্যা, দিদার সমস্যা সমস্ত কিছু একসঙ্গে মাথায় নিয়ে তার উদভ্রান্ত অবস্থা। সেখান থেকে কীভাবে তার পরিবার লড়াই করে উঠে দাঁড়ায়, এই ছবিটা সেই নিয়েই।”
বাস্তবে তাঁর থেকে শীলার চরিত্রটা অনেকটা আলাদা বলে জানালেন সৌরসেনী। ছবির প্রয়োজনে নিজেকে বেশ কিছুটা পাল্টেছেন তিনি। “একটা খুব ফেমিনিন ব্যাপার আছে আমার চরিত্রটায়, যার জন্য মৈনাকদা আমাকে প্রস্তুত হতে বলেছিল। খুব ভালো লেগেছে কাজটা করে, আশা করি দর্শকেরও ভালো লাগবে,” বললেন তিনি।
১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘একান্নবর্তী’।