এবার আরও বিস্তৃত অপরাধ জগৎ, ট্রেলারে মিলল ইঙ্গিত
RBN Web Desk: আগের সিজ়নে কলকাতায় গাড়ি ও বাইক চুরির আাঁতুড়ঘর হয়ে উঠেছিল ঝন্টু মোটর গ্যারেজ। পরবর্তী সিজ়নে যে আরও বিস্তৃত হতে চলেছে সেই অপরাধ জগৎ, তেমনই ইঙ্গিত পাওয়া গেল পরিচালক অভিরূপ ঘোষের ‘রহস্য রোমাঞ্চ সিরিজ় ২’-এর ট্রেলারে। প্রথম সিজ়নের তিনটি গল্পের একটি—’ঝন্টু মোটরস’—এবারে রহস্যের সূত্রপাত।
রেডিওবাংলানেট-কে অভিরূপ জানালেন, “‘ঝন্টু মোটরস’-এ যে অপরাধক্ষেত্রটা দেখানো হয়েছিল, সেখান থেকেই আন্ডারওয়ার্ল্ডের একটা বর্ধিত জগৎ আমরা দেখাতে চেয়েছি এই সিজ়নে।”
আরও পড়ুন: খেল দিখা সকোগে না?
এবারও সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ। তাঁর অভিনীত চরিত্রটিও একই থাকছে। তবে প্রথম সিজ়েনর অন্যান্য মুখ্য শিল্পীরা, যেমন কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার, বিশ্বনাথ বসুরা এবার থাকছেন না। এই সিজ়নে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, উদয় প্রতাপ সিং, কৃষ্ণেন্দু দেওয়ানজী ও শাঁওলি চট্টোপাধ্যায়কে।
১৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ় ২’-এর সম্প্রচার।