সাহু থেকে সেনাপতি, এবার সাম্রাজ্য বিস্তারের কাহিনী

RBN Web Desk: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরের সময়টায় আরো অনেকের মতো দেবেন সাহুর পরিবারও বাঁচার তাগিদে কলকাতায় চলে আসে। তবে উদ্বাস্তু পরিচয় নিয়ে অন্যদের মতো জীবন্মৃত হয়ে বেঁচে থাকতে চায়নি দেবেন। রাতারাতি পদবী পাল্টে ভাই বারীন ও স্ত্রী চূর্ণীকে নিয়ে সে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে পড়ে। ভালো করে বাঁচতে গেলে চাই ক্ষমতা। সেই ক্ষমতা দখলের লড়াইয়ে একটার পর একটা বাধা পেরিয়ে দেবেন একসময় কলকাতার প্রধান গ্যাংলর্ড হয়ে ওঠে।

অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘দ্য সেনাপতিজ়’-এর প্রথম সিজ়নে দেবেনকে সাহু থেকে সেনাপতি হয়ে উঠতে দেখা গেছে। দ্বিতীয় সিজ়নে দেখা যাবে দেবেনের সাম্রাজ্য বিস্তারের কাহিনী। এই সিজ়নে অভিনয় করেছেন প্রতীক দত্ত, শাওলি চট্টোপাধ্যায়, শুভদীপ বন্দ্যোপাধ্যায়, চিরদীপ মিত্র, প্রদীপ চট্টোপাধ্যায়, রাজেশ মেহরা, সংঘমিত্রা তালুকদার, তানিশ চক্রবর্তী, সৌম্য সেনগুপ্ত ও কোয়েল গোস্বামী। ২২ ফেব্রুয়ারি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল টিম সেনাপতি। 

আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা

দেবেনের জীবনের মূল পর্ব দেখা যাবে আগামী সিজ়নে। সোনাগাছি ছেড়ে তারা এবার পানশালার ব্যবসায় মন দেয়। সেখান থেকে দেবেনের ধীরে-ধীরে গ্ল্যামার জগতের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। সে ক্রমশই বুঝতে পারে বড় হতে গেলে বড়মানুষদের সঙ্গে মিশতে হবে। রেসকোর্সে নিয়মিত দেবেন বাংলা ছবির তারকা অরুণকুমারের সমকক্ষ হয়ে ওঠে। এমনকি নিজে প্রযোজক হয়ে ছবিতে অরুণকুমার ও বিষ্ণুপ্রিয়া দেবীকে সইও করায়।

এরপর দেবেনের লক্ষ্য হয়ে ওঠে বোম্বের (মুম্বই) স্মাগলিং জগৎ। সেখানে হাজী মস্তান ও দাউদ ইব্রাহিমের মতো মাফিয়াদের সঙ্গে দেবেনের যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু শুধুই কি উত্থান? ঝড়ের বেগে ওপরে ওঠার পাশাপাশি দেবেনের জীবনে নানারকম সমস্যাও তৈরি হয়। এই সব মিলিয়েই আসতে চলেছে ‘দ্য সেনাপতিজ়’-এর দ্বিতীয় সিজ়ন । 




“একটা বায়োপিক বানানো যে কোনও পরিচালকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার,” বললেন রিঙ্গো। “তবে আমাদের অপেক্ষাটা একটু বেশিই ছিল। তেরো বছর রিসার্চের পর এই কাজটা করতে পেরেছি। প্রথম সিজ়নের চারটি পর্বে দেবেনের কলকাতায় এসে গ্যাংলর্ড হয়ে ওঠা দেখানো হয়েছে। এই সিজ়নে ১২টা পর্ব রয়েছে। এই সিজ়নে ৭২জন অভিনেতা রয়েছেন, এবং তাঁরা প্রত্যেকেই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই পর্বে দেবেনের আরো বড় হয়ে ওঠার ঘটনা থাকছে।”

এই সিজ়নে দেবেনের চরিত্রে রয়েছেন প্রতীক। তিনি জানালেন, “আগের সিজ়নে এই চরিত্রে যেহেতু আমি ছিলাম না তাই কাজটা আমার জন্য বেশ কঠিন ছিল। তবে রিঙ্গোদা ও অন্যন্য অভিনেতারা আমাকে খুব সাহায্য করেছে।”

বারীন সেনাপতির চরিত্রে রয়েছেন শুভদীপ। তিনি জানালেন, “মুক্তিযুদ্ধের পর সেনাপতিদের ঘটনার শুরু। এই সিজ়নের সময়কাল হলো নকশাল আমল, মানে কংগ্রেস শাসনের সময়। সোনা স্মাগলিং সে সময় একটা বড় অপরাধের মধ্যে পড়ত। দাউদ বা হাজী মস্তানের সঙ্গে হাত মিলিয়ে সেনাপতিরা ক্রমশ ওপরে ওঠে। তখন কলকাতায় সেনাপতির নির্দেশ ছাড়া অপরাধ জগতের কোনও কাজ হতো না।”




এই সিরিজ়ের তৃতীয় সিজ়নও আসবে। সেখানে ১৯৮৪ পর্যন্ত ঘটনা দেখানোর কথা আছে। “তবে সেনাপতি পরিবারের শেষ পর্যন্ত কী হয়েছিল সেটা আমিও পুরোটা জানি না,” বললেন শুভদীপ। 

চূর্ণীর ভূমিকায় এই পর্বে থাকছেন শাওলি। তিনি জানালেন, “রিঙ্গোদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। এই সিরিজ়টায় ইতিহাস জড়িয়ে রয়েছে। খুব ভালো লেগেছে এরকম একটা সত্য ঘটনার ওপর কাজ করতে। কেমন হয়েছে তা অবশ্য দর্শক বলবেন।” 

শীঘ্রই আড্ডাটাইমসে মুক্তি পেতে চলেছে ‘দ্য সেনাপতিজ়’-এর দ্বিতীয় সিজ়ন। 

ছবি: রাজীব মুখোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *