হস্তান্তরের অপেক্ষায় ‘পার্সেল’, মুক্তি পেল ট্রেলার

কলকাতা: নন্দিনী ও শৌভিক পেশায় চিকিৎসক। নন্দিনী তার পেশা থেকে সাময়িক অবসর নিলেও শৌভিক শহরের এক নামী হাসপাতালে কর্মরত। একদিন হঠাৎ করেই অজানা কোনও এক ব্যক্তি একটি পার্সেল পাঠায় নন্দিনীকে। এরপর বিভিন্ন সময়ে আসতেই থাকে পার্সেল। নন্দিনীর সন্দেহ হয় কেউ তাকে ব্ল্যাকমেল করতে চাইছে। কে পাঠাচ্ছে একের পর এক নামহীন এই রহস্যময় পার্সেল? তার উদ্দেশ্যটাই বা কী? অতীতের কোনও ঘটনা কী তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে নন্দিনীকে? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য তাঁর পরবর্তী ছবি ‘পার্সেল’-এ। নন্দিনী ও শৌভিকের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রীলা মজুমদার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দামিনী বসু ও তিয়াসা দাশগুপ্ত। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ছবির ট্রেলার।

‘বিলু রাক্ষস’ ও ‘পিউপা’র মতো ছবি করার পর হঠাৎ থ্রিলার কেন? “‘পার্সেল’ তথাকিথত থ্রিলার বলতে যা বোঝায় সেটা নয়,” দাবী ইন্দ্রাশিসের। “গোটা ছবি জুড়ে একটা আতঙ্কের আবহাওয়া থাকছে। আসলে মানুষ আজ ভীষণভাবে একা হয়ে যাচ্ছে। আমার প্রথম দুটো ছবিতে আমি সেটাই দেখিয়েছি। একাকীত্বের ব্যাপারটা ‘পার্সেল’-এও থাকছে। তবে এই ছবিটা ‘বিলু রাক্ষস’ বা ‘পিউপা’র থেকে অনেক বেশি মনস্তাত্বিক।”

ঋতুপর্ণা বললেন, “কোনও ছবির পেছনে ভালো টিমওয়ার্ক থাকলে কাজটা মন দিয়ে করা যায়। ‘পার্সেল’ করার ক্ষেত্রে আমাদের তেমন কোনও প্রস্তুতি ছিল না। কিন্তু যখন আমরা স্থির করলাম ছবিটা করব, তখন টিমওয়ার্কটা সত্যিই দেখার মত ছিল।”  

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

একাধিক চলচ্চিত্র উৎসেব ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে ‘পার্সেল’। ২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে হীরালাল সেন স্মৃতি পুরস্কারও। তাই ছবিটা ঘিরে দর্শকদের  প্রত্যাশা যে বেশি হবেই, সেটা মেনে নিলেন ইন্দ্রাশিস।

“বহুবার এমন হয়েছে যে কোনও চিত্রনাট্য পড়ে মনে হয়েছে ছবিটা বেশ ইন্টারেস্টিং হবে। পরে শুটিং ফ্লোরে পৌঁছে দেখেছি যা ভেবেছিলাম একেবারেই তা নয়। ঠিক উল্টোটা হয়েছে ‘পার্সেল’-এর ক্ষেত্রে। ইন্দ্রাশিসদা যখন আমাকে চিত্রনাট্যটা পড়ে শোনান, তখন সেটা একেবারে খসড়া পর্যায়ে ছিল। কিন্তু অভিনয় করার সময় বুঝেছি, ছবিটা শেষ পর্যন্ত কেমন হবে সেটা সম্বন্ধে একটা পরিস্কার ধারণা ওনার মাথায় আছে,” বললেন দামিনী।

আরও পড়ুন: তাশি গাঁওয়ে একদিন

“‘পার্সেল’-এ গল্প বলার ধরণটা অন্যরকম,” বললেন অনিন্দ্য। “অনেক আন্তর্জাতিক ছবিতে আমরা এরকম ন্যারেটিভ দেখে থাকি। বাংলায় এরকম কোনও ছবি আগে হয়েছে বলে আমার মনে হয় না।”

ছবির চিত্রগ্রহণ করেছেন শান্তনু দে, সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার। শ্রীলা ও ঋতুপর্ণার কণ্ঠে দুটো গানও থাকছে ছবিতে।

১৩ মার্চ মুক্তি পাবে ‘পার্সেল’।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *