মুক্তি পেল শ্রীজিতের ‘ওয়ার’
RBN Web Desk: মুক্তি পেল পরিচালক শ্রীজিৎ দাসের ছবি ‘ওয়ার’। এই ছবিতে অভিনয় করেছেন প্রতীক, তিথি, শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহা ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। ১৯ মার্চ প্রিমিয়রে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা। এছাড়াও ছিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, সংগীতশিল্পী শীর্ষা, সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ মহাপাত্র ও অন্যান্যরা।
এক জেলাশাসক মা (মৌসুমী) ও তার ছেলে অর্জুনকে (প্রতীক) নিয়ে আবর্তিত ‘ওয়ার’-এর কাহিনী। হঠাৎই একদিন অর্জুনের মা নিরুদ্দেশ হয়ে যায়। মাকে উদ্ধার করতে আসরে নামে অর্জুন। কিন্তু খুব কি সহজ হয় মাকে খুঁজে বার করা? কীভাবে একটার পর একটা বাধা আসে অর্জুনের পথে সেই নিয়েই এই ছবি।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
“এই ছবিটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল,” বললেন শ্রীজিৎ, “কারণ কোনও অভিজ্ঞতা ছাড়া বানিজ্যিক ছবি বানানো খুব কঠিন। ছবিটার পেছনে আমার অনেক রিসার্চ রয়েছে। চরিত্রগুলোকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। অভিনেতারাও খুব খেটেছেন। ছবির লুকটার জন্য প্রতীক কয়েকমাস অসম্ভব খেটেছে। আমি খুব খুশি যে এতদিন পর ছবিটা মুক্তি পাচ্ছে।”
প্রতীক ও তিথি দুজনেই ছবি নিয়ে উত্তেজিত। এর আগে শ্রীজিতের ‘বঙ্গরহস্য’ ছবিতে দুজনে একসঙ্গে কাজ করছেন। দর্শকরা ছবিটা দেখে নিরাশ হবেন না বলেই মনে করেন তিথি। প্রতীক জানালেন, “এতদিন পর ছবি মুক্তি পাচ্ছে নার্ভাস তো লাগছেই। ছবিটায় মা ছেলের বন্ডিং তো রয়েছেই, তার ওপর একটা সম্পূর্ণ বানিজ্যিক ছবি বলতে যা বোঝায় ‘ওয়ার’ হলো তাই। আশা করি ছবিটা দর্শকদের ভালো লাগবে।”
ছবির অন্যতম মুখ্য চরিত্রে থাকা শান্তিলাল জানালেন, “আমার চরিত্রের নাম বিজয় সিং, সে একজন ব্যবসাদার এবং খারাপ লোক। নানারকম অনৈতিক কাজের সঙ্গে সে যুক্ত। সেই নিয়েই যত সমস্যা। নাচ, গান, অ্যাকশন সব মিলিয়ে ‘ওয়ার’ একটা জমজমাট ছবি। করোনার কারণে প্রায় একবছর পর ছবিটা মুক্তি পেল। সকলকে অনুরোধ ছবিটা হলে এসে দেখুন। অফিস, বিয়েবাড়ি, বেড়াতে যাওয়া থেকে রাজনৈতিক মিছিল সবই যখন হচ্ছে, তখন সিনেমা দেখতে আসতে বাধা কোথায়?”