₹৩ কোটির অঙ্কে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’
RBN Web Desk: বক্স অফিসে ₹৩ কোটির অঙ্ক ছুঁল ‘দ্য একেন—রুদ্ধশ্বাস রাজস্থান‘। সম্প্রতি প্রেক্ষাগৃহে ২৫ দিন সম্পূর্ণ করেছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি। ‘দ্য একেন—রুদ্ধশ্বাস রাজস্থান’-এর নামভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ, রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা ও সুদীপ মুখোপাধ্যায়।
ছবিতে একেন্দ্র ওরফে একেনের সহকারী ও বন্ধু হিসেবে বাপি ও প্রমথর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র ও সোমক।
আরও পড়ুন: দর্শক কি শুধুই কূটকচালি, বধূ নির্যাতন দেখতে পছন্দ করেন? প্রশ্ন রূপার
অনির্বাণ সংবাদমাধ্যমকে জানালেন, “সকল সহশিল্পী, কলাকুশলী এবং জয়দীপের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদের অক্লান্ত পরিশ্রমেই এত ভালো একটা ছবি আমরা তৈরি করতে পেরেছি। দর্শকের ছবিটা ভালো লেগেছে বলে আমরা খুশি।”
কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও অন্যান্য শহরে মুক্তি পেয়েছে ‘দ্য একেন—রুদ্ধশ্বাস রাজস্থান’।