রবীন্দ্র-রহস্যে জুটি বাঁধলেন ঋত্বিক, শ্রাবন্তী
RBN Web Desk: প্রথমবার জুটি বাঁধলেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবিতে দেখা যাবে তাঁদের। গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয় ছবিটির প্রথম পোস্টার। ছবির মূল দুই চরিত্রের নাম অভিক ও হিয়া।
‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর গল্প কী নিয়ে?
একটি সিরিয়াল কিলিংয়ের তদন্ত করতে লন্ডনে যায় অভিক। কবিতা লেখা ছাড়াও সে রহস্য সমাধানের কাজ করে। লন্ডনে হিয়ার সঙ্গে আলাপ হয় অভিকের। হিয়া কি কোনওভাবে সিরিয়াল কিলিংয়ের সঙ্গে যুক্ত? সেই প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে সায়ন্তনের ছবিতে।
পোস্টার প্রকাশ করে প্রযোজনা সংস্থা লিখেছে, ছবিটি ‘এক রবীন্দ্রভক্ত কবি ও তাঁর প্রতিশোধের কাহিনী…’। রবীন্দ্রনাথের একটি ছোট্ট ছবির সামনে দেখা যাচ্ছে ‘সঞ্চয়িতা’ ও ‘গীতাঞ্জলি’। রয়েছে নোবেল পুরস্কারের মেডেলও। তার পাশেই দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে বসে দার্জিলিং ভ্রমণ
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায় থাকছেন বলে জানা গিয়েছে। এছাড়াও রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, শান্তিলালমুখোপাধ্যায় ও রাজনন্দিনী পাল।
ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।
ছবি: টুইটার