তাপস পালের জীবনাবসান
RBN Web Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেতা তাপস পাল। আজ ভোররাতে মুম্বইয়ের এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর স্ত্রী ও মেয়ে বর্তমান।
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্মগ্রহণ করেন এই অভিনেতার। পরিচালক তরুণ মজুমদারের ছবি ‘দাদার কীর্তি’ দিয়ে তিনি অভিনয়জগতে পা রাখেন। ছবিটি দর্শকমহলে আজও সমান জনপ্রিয়। এরপর ‘ভালবাসা ভালবাসা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘গুরুদক্ষিণা’, ‘বৈদুর্য্য রহস্য’, ‘সাহেব’, ‘পারাবত প্রিয়া’র মতো ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৮৪ সালে হিন্দী ছবি ‘অবোধ’-এ তিনি মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন। এটি তাঁরও প্রথম হিন্দী ছবি ছিল।
আরও পড়ুন: ফাঁকা ক্রেডেলের সামনে কোয়েল, রহস্য উন্মোচন চৈত্রে
‘সাহেব’ ছবির জন্য ১৯৮১ সালে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তাপস। ২০১৪ সালে কৃষ্ণনগর থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন তিনি।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হরনাথ চক্রবর্তী ও অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।