ইচ্ছে পূরণের স্বপ্ন নিয়ে নতুন ছবি ঘোষণা করলেন সুমন মৈত্র
কলকাতা: তাঁর পরিচালিত ‘দশমী’ পেয়েছিল বক্স অফিস সাফল্য। ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিক অভিনীত সেই ছবির ব্যতিক্রমী ক্লাইম্যাক্স আজও মনে রেখেছেন দর্শক। ‘দশমী’র পর আবারও এক মৌলিক চিত্রনাট্য নিয়ে সুমন মৈত্র পরিচালনা করতে চলেছেন তাঁর পরবর্তী ছবি ‘ইচ্ছে উড়ান’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরুণ চন্দ, সাহেব ভট্টাচার্য, কৌশিক সেন, শ্রীলেখা মিত্র, অঞ্জনা বসু, সোমা চক্রবর্তী, তনিমা সেন, তনুকা চট্টোপাধ্যায় ও আরও অনেকে। গতকাল শহরে তাঁর নতুন ছবির নাম ঘোষণা করলেন সুমন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।
“‘ইচ্ছে উড়ান’ আমার লেখা একটি সম্পূর্ণ মৌলিক গল্প,” বললেন সুমন। “এর আগেও প্রতিবারই নিজের লেখা গল্প অবলম্বনেই ছবি তৈরী করেছি। আমি মনে করি ছবির মাধ্যমে একটা ভালো গল্প বলাই যে কোনও পরিচালকের মূল উদ্দেশ্য হওয়া উচিত। বাংলার গল্প, বাঙালির গল্প যা পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে দেখা যায়, সেরকমই একটা ছবি বানাতে চাই।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
ইচ্ছে পূরণের স্বপ্ন নিয়েই তৈরী হচ্ছে ‘ইচ্ছে উড়ান’। ছবির কেন্দ্রে রয়েছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় নামের এক অবসরপ্রাপ্ত ডাক্তার। তাঁর দুই মেয়ে জয়া ও মিলি পেশায় কর্কটরোগ বিশেষজ্ঞ। বাবার শেষ বয়সের এক স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই কাজ করতে চায় দুজনে। তাদের পাশে এসে দাঁড়ায় মিলির প্রেমিক, আনন্দ সিংহ।
ভাস্করবাবুর চরিত্রে অভিনয় করছেন বরুণ। মিলির ভূমিকায় দেখা যাবে নবাগতা সহেলি মুখোপাধ্যায়কে। স্থায়ী চাকরি ছেড়ে অভিনয় জগতে পা রাখা নিয়ে সহেলি জনালেন, “ছোটো থেকেই আমি নাচ, গান, আঁকা, আবৃত্তি সবই শিখেছি। তবে অভিনয়ে আসব সেটা কখনও ভাবিনি। সুমনদা আমাকে মিলির চরিত্রের উপযুক্ত মনে করেছেন সে জন্য আমি কৃতজ্ঞ।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবিতে আনন্দর ভূমিকায় অভিনয় করছেন সাহেব। “এটি একটি অবাঙালি চরিত্র,” জানালেন তিনি। “আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন সোমাদি। পৃথিবীতে অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে যা তারা পূরণ করতে চায়। আবার এমন কিছু মানুষও আছেন যারা অন্যের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। আনন্দ এইরকমই একটি চরিত্র। সুমনের গল্পটা দারুণ। আশা করছি দর্শকদের ভালো লাগবে ছবিটা।”
পাঁচটি গান থাকছে ‘ইচ্ছে উড়ান’-এ। ১০ জানুয়ারির পর শুরু হবে ছবির শুটিং। লোকেশন হিসেবে আপাতত কলকাতাকেই ভেবেছেন পরিচালক। আগামী বছরের মাঝামাঝি নাগাদ মুক্তি পাবে এই ছবি।