অষ্টম বিবাহ নিয়ে বিপাকে ‘বোহেমিয়ান ঘোড়া’ মোশাররফ করিম

RBN Web Desk: অষ্টম বিবাহ করতে গিয়ে বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম (Mosharraf Karim)। অবশ্যই তা বাস্তব জীবনে নয়। অমিতাভ রেজ়া চৌধুরী (Amitabh Reza Chowdhury) পরিচালিত একটি ওয়েব সিরিজ়ে এমনই একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন মোশাররফ। সিরিজ়ের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’ (Bohemian Ghora)

সম্প্রতি ব্রাত্য বসুর ‘হুব্বা’ (Hubba) ছবির নামভূমিকায় তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন মোশাররফ। তারও আগে এপার বাংলার দর্শকের কাছে ‘মহানগর’ (Mahanagar) ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় দারুণ প্রশংসা পেয়েছিল।

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

‘বোহেমিয়ান ঘোড়া’য় এক ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে মোশাররফকে। তার অভিনীত চরিত্রের নাম আব্বাস। সাতটি জেলার সাতজন মহিলাকে বিয়ে করে তাঁর নাজেহাল অবস্থা। অষ্টম বিবাহ করতে গিয়ে ধরা পড়ে যায় আব্বাস। তারপর কী হয়, তাই নিয়েই অমিতাভের এই কমেডি সিরিজ়।

শীঘ্রই শুরু হবে ‘বোহেমিয়ান ঘোড়া’র শুটিং।

ছবি: উইকিপিডিয়া




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *