বাংলাদেশে সব প্রেক্ষাগৃহে হাউজ়ফুল ‘পাঠান’
RBN Web Desk: মুক্তির দিন বাংলাদেশে সব প্রেক্ষাগৃহে হাউজ়ফুল হলো ‘পাঠান’। ২৪ ডিসেম্বর ভারতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। একটি বিশেষ চরিত্রে রয়েছেন সলমন খান।
বহু প্রতীক্ষার পর আজ, বাংলাদেশে ৪১টি প্রেক্ষগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সারা দেশে মোট ১৯৮টি শো পেয়েছে ছবিটি। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দিনেই প্রত্যেকটি প্রেক্ষাগৃহের প্রতিটি শো হাউজ়ফুল হয়েছে। মুক্তির আগেই প্রথম দু’দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়।
আরও পড়ুন: প্রেক্ষাগৃহে বসে দার্জিলিং ভ্রমণ
নানা টালবাহানার পর পড়শি দেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। অর্ধশতক পেরিয়ে কোনও ভারতীয় ছবি বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পেল। ১৯৭১ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘কটি পতঙ্গ’-ই ছিল শেষ ভারতীয় ছবি যা বাংলাদেশের (তৎকালী পূর্ব পাকিস্তান) প্রেক্ষাগৃহে দেখানো হয়। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সে দেশের চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দেওয়ার যুক্তিতে প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে ভারতীয় ছবির মুক্তি বন্ধ করে দেওয়া হয়।