ভুয়ো বিয়ের খবরে রেগে আগুন স্বস্তিকা
RBN Web Desk: তিনি নাকি হঠাৎই লুকিয়ে বিয়ে করেছেন, এমনই একটি ভুয়ো খবরে রেগে আগুন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিরক্ত স্বস্তিকা এই খবরের বিরুদ্ধে সোশাল মিডিয়াতে উগরে দিয়েছেন ক্ষোভ।
একটি জনপ্রিয় সংবাদ পোর্টালে আজ স্বস্তিকার বেশ কিছু ছবি প্রকাশিত হয়। এই ছবিগুলিতে স্বস্তিকাকে মাথায় সিঁদুর দিয়ে একটি ছেলের সঙ্গে দেখা যাচ্ছে। অন্য ছবিগুলিতে আরও কিছু ছেলেমেয়ে উপস্থিত। সংবাদ পোর্টালটি দাবী করে এই ছবিগুলি স্বস্তিকার বিয়ের ছবি। তারা লিখেছে, ‘তবে কি আবার বিয়ে করলেন তিনি?’ তবে পাঁচটি ছবির শেষে লেখা রয়েছে, ‘মনে হচ্ছে নতুন কোনও ছবির কাজই করছেন তিনি।’
বড় পর্দায় ফের ‘ছদ্মবেশী’র রিমেক
কিন্তু আসল সমস্যা সংবাদটির শিরোনামে। সেখানে লেখা রয়েছে, ‘কাউকে কিছু না বলে চুপিসারে কাকে বিয়ে করলেন স্বস্তিকা! ভাইরাল ছবি…’
আর এই শিরোনামেই ক্ষুব্ধ অভিনেত্রী। তাঁর দাবী, খবরের শিরোনামটি দেখে পাঠক এটাই বুঝবেন যে তিনি সত্যিই বিয়ে করেছেন।
ক্ষয়ে যাওয়া সমাজের প্রতিচ্ছবি নিয়ে আসছে ‘ঘুন’
সোশাল মিডিয়াতে ওই পোর্টালকে একহাত নিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘হিরোইন এবং তাঁর ব্যক্তিগত জীবনের ঘাড় ভেঙে, তার ওপর নিজেদের খুশি মত গল্প মাখিয়ে যাতে ফুল স্পিডে তাড়াতাড়ি মানুষের নজরে আসা যায় সেটা করুন, ফলোয়ার বাড়বে।’
নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করে তাই নিয়ে খবর করার প্রবণতা নতুন কিছু নয়। রুপোলী পর্দার অভিনেতাদের নিয়ে এমন গুজব স্বভাবতই মানুষের কৌতূহলের কারণ হয়। তবে এই ধরণের সাজানো খবর অনেক ক্ষেত্রেই অভিনেতাদের ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি করে। তাঁকে নিয়ে মিথ্যে খবরে স্বস্তিকার এমন প্রতিক্রিয়া তাই খুবই স্বাভাবিক।