আরও একবার মায়ের ভূমিকায় ছোট পর্দায় জুন
RBN Web Desk: আরও একবার মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জুন মালিয়া। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের মূল চরিত্র আর্যমনের মায়ের ভূমিকায় থাকবেন তিনি। এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রেজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহরায়কে।
‘সাঁঝের বাতি’র কাহিনী আবর্তিত হয় আর্যমন (রেজওয়ান) ও চারুকে (দেবচন্দ্রিমা) ঘিরে। আর্যমন একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্বেও যথেষ্ট দায়িত্ববান ও স্বাবলম্বী। তার পরিবারের সকলেই চায় এবার তার বিয়ে দিতে। অথচ তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ। এই সময় তার জীবনে আসে গ্রামের মেয়ে চারু। মা হারা মেয়ে চারু তার সৎ মা ও সৎ বোনের দ্বারা অত্যাচারিত। কিন্তু সে গ্রামের সকলের প্রিয়। সকলকে সাহায্য করে বেড়ায়। সেই গ্রামেই একদিন আর্যমন ও চারুর দেখা হয়ে যায়। গল্প মোড় নেয় অন্যদিকে।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
জুন ও রেজওয়ান এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘ঠাকুমার ঝুলি’ ধারাবাহিকে। এছাড়াও ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে জুনকে দেখা গেছে খলনায়িকার চরিত্রে। জুনের অভিনয় সেখানে প্রশংসিতও হয়। ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে অবশ্য একেবারেই অন্য ধরণের চরিত্রে দেখা যাবে তাকে।