টেলিপ্লেক্স নিয়ে আসছেন সৃজিত
RBN Web Desk: বর্তমান সময়ে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আসছেন টেলিভিশনে। একটি বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে একগুচ্ছ নতুন টেলিফিল্মের সম্ভার—টেলিপ্লেক্স—নিয়ে আসছেন সৃজিত।
এটাই ছোট পর্দায় সৃজিতের প্রথম কাজ নয়। এর আগে গানের ওপারে ধারাবাহিকে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটির নাম ছিল সমীরণ। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সৃজনে এই ধারাবাহিকটি পরিচালনা করেন জয়দীপ মুখোপাধ্যায়। এছাড়াও অন্য একটি বেসকরারী চ্যানেলে একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি।
নায়ক শহর কলকাতা
তবে টেলিপ্লেক্সে অভিনেতা বা পরিচালক নন, সূত্রধরের ভূমিকায় দেখা যাবে সৃজিতকে। প্রতিটি টেলিফিল্ম শুরু হওয়ার আগে গল্পটির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন তিনি।
সম্প্রতি এই একই চ্যানেলে শুরু হয়েছে দুটি নতুন ধারাবাহিক, আরব্য রজনী ও খনার বচন।
আগামী মাস থেকে দেখা যাবে টেলিপ্লেক্স।