বাড়ির বাইরে শুটিং নয়, নির্দেশ ফোরামের
RBN Web Desk: লকডাউন চলাকালীন বাড়ির বাইরে কোনও শুটিং করা যাবে না, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম। সংগঠনের যুগ্ম-সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে শুট ফ্রম হোম নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য গত কয়েকদিনে সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই বিভ্রান্তি কাটানোর জন্যই নিজেদের অবস্থান পরিস্কার করল ফোরাম।
টেকনিশিয়ন ফেডারেশনের অভিযোগ ছিল যে বহু মেগাধারাবাহিক নির্মাতারা বাড়ি থেকে শুটিংয়ের নাম করে অন্যত্র কাজ করাচ্ছেন। সামাজিক ব্যবধান না মেনে একাধিক অভিনেতা নিয়ে শুটিং হচ্ছে। এমনকি লুকিয়ে ঘনিষ্ঠ দৃশ্যেরও শুটিং করা হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের একটি দৃশ্যের শুটিং হয়েছে দক্ষিণ কলকাতার একটি গুদাম ঘরে।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
ফোরামের যুগ্ম-সহসম্পাদক দিগন্ত বাগচীর দাবি, এমন কোনও ঘটনা তাঁদের কানে আসেনি। তবে তা প্রমাণিত হলে ফোরাম পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
ফোরামের নির্দেশিকায় জানানো হয়েছে যে কোনওভাবেই সরকারী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। ফোরামের কোনও সদস্য বাড়ির বাইরে গিয়ে শুটিং করলে, তাঁকে কোনওভাবে সমর্থন করা হবে না।