সাতটি ভিন্ন ঘরাণার ধারাবাহিক নিয়ে শুরু হচ্ছে সান বাংলা
কলকাতা: ভিন্ন ঘরাণার সাতটি ধারাবাহিক নিয়ে শুরু হচ্ছে নতুন বিনোদনমূলক চ্যানেল সান বাংলা। সম্প্রতি এই চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শহরে। উপস্থিত ছিলেন সান বাংলার উর্দ্ধতন কর্তৃপক্ষ ও বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা, কলাকুশলীরা। এছাড়াও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়।
যে সাতটি ধারাবাহিক নিয়ে শুরু হচ্ছে সান বাংলার পথচলা, সেগুলি এরকম।
মহাতীর্থ কালীঘাট: গ্রাম বাংলার সামাজিক প্রেক্ষাপটে এক পৌরাণিক গল্প বলা হয়েছে এই ধারাবাহিকে, যেখানে রয়েছে উমা নামের একটি মেয়ে। কালীভক্ত উমার বিপরীত মেরুতে আছেন এক জমিদার যিনি কিছুতেই কালীশক্তিকে মানতে চান না। পাঁচ বছরের ছোট্ট মেয়ে উমা গাঁয়ে থাকে। বাবা মায়ের সঙ্গে সঙ্গে সেও মা কালীর পূজা করে একনিষ্ঠভাবে। কিন্তু গাঁয়ের কৃষ্ণভক্ত জমিদার কালীকে সহ্য করতে পারেন না। এই গল্পে উমার চোখ দিয়ে কালী মায়ের স্বরূপ বর্ণনা ও কালীঘাটের ইতিহাস জানার সঙ্গে সঙ্গে দেবীর ঘরোয়া রূপের মাহাত্ম্যও উন্মোচিত হবে।
বাংলা ছবির চাটুজ্যে চরিত
সাগরিকা: একটি সাধারণ মেয়ের কাহিনী, যে সাঁতরে সাত সমুদ্র পার হতে চায়। গ্রামের মেয়ে রাই স্বপ্ন দেখে নামী সাঁতারু হওয়ার। কিন্তু স্বপ্নকে সত্যি করার পথে পদে পদে বাধা হয়ে দাঁড়ায় সমাজ, পরিবার, সংসার। বাধা আসে শ্বশুরবাড়ি থেকেও। সাগরিকা প্রমাণ করে হাজারো বাধা টপকে শুধুমাত্র উচ্চাশার জোরে একটা মেয়ে এগিয়ে যেতে পারে, যদি সে লড়াই করার ক্ষমতা রাখে। নানান বাধাকে অতিক্রম করে স্বামী সঞ্জয়ের হাতে হাত রেখে রাই ছুটে চলে তার স্বপ্নকে সত্যি করার উদ্দেশ্যে।
আশা-লতা: দুই পিঠোপিঠি বোনের রেষারেষি যা জীবনযুদ্ধের লড়াই একজনকে অন্যজনের প্রতিপক্ষ করে তোলে। এই নিয়েই এগিয়ে চলে আশা-লতার গল্প। সঙ্গীতের জগতে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্য নিয়ে এগোতে থাকে দুই বোন। সঙ্গীতের সঙ্গে যুক্ত পরিবারে জন্মগ্রহণ করা আশা ও লতার রক্তে খেলা করে সুরের উন্মাদনা। আশা খুব সহজ ও স্বতঃস্ফূর্ত একটি মেয়ে, যে তার সম্পর্কের প্রতি যত্নশীল। সঙ্গীত তার সহজাত। অন্যদিকে আশার চেয়ে কিছুটা বড় লতা তাদের বাবার মতই রক্ষণশীল ও শান্ত স্বভাবের, যার কাছে সঙ্গীত হল সাধনা। দুই বোনের সুরের যাত্রাপথে হঠাৎই আগমন ঘটে ধ্রুবর। সে তার বাবার ইচ্ছাকে অমান্য করে, ব্যবসা ছেড়ে চলে আসে আশা ও লতার বাবার কাছে গানের তালিম নিতে। সুর তালের গণ্ডি পেরিয়ে এবার সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। কাকে বেছে নেবে ধ্রুব ? উদ্দাম উচ্ছল আশাকে, নাকি শান্ত সংযমী লতাকে ?
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
বেদের মেয়ে জ্যোৎস্না: বেদেদের ঘরের কুড়িয়ে পাওয়া মেয়ে জ্যোৎস্না ও রাজপুত্র কাঞ্চনের গল্প নিয়ে গ্রাম্য লোককথার আখ্যান এই ধারাবাহিক। দুই নাগ গোষ্ঠী শ্বেত নাগ ও কৃষ্ণ নাগের মধ্যে অসহিষ্ণুতার জেরে শত্রুতা বেড়ে চলে। এরই মাঝে রাজপুত্র কাঞ্চন ও বেদের মেয়ে জ্যোৎস্নার মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। এক সময়ের জনপ্রিয় বাংলা ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার মূল কাহিনীর ছায়া অবলম্বনে তৈরী হয়েছে এই ধারাবাহিক।
সীমানা পেরিয়ে: বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত এই স্পাই থ্রিলার। ১৯৭১-এর তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মহিলা গুপ্তচর, পদ্মা, কাজের সূত্রে তার বিরোধী গোষ্ঠীর একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। পদ্মাকে তার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের মুখে দাঁড়াতে হয়। কাকে বেছে নেবে পদ্মা? তার জন্মভূমির প্রতি কর্তব্যকে, নাকি ভালোবাসাকে?
যে মৃত্যু আজও রহস্য
কেশব: একটি সাদামাঠা ছেলের গল্প, যার মধ্যে মাঝে মাঝেই শ্রীকৃষ্ণের মত অলৌকিক ক্ষমতা প্রকাশ পায়। ছেলেটির নাম কেশব। তার বিশেষ ক্ষমতায় ধরা পড়ে বিপদের গন্ধ । যখনই কেশব বোঝে কারওর কোনও অনিষ্ট হতে চলেছে, সে তখনই সময়ের ঘড়িতে চেপে পিছিয়ে যায় সেই দ্বাপর যুগে, শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ তাকে পথ দেখান, বিপদ থেকে মুক্তির উপদেশ দেন।
গ্যাংস্টার গঙ্গা: গ্রামের অনাথ মেয়ে গঙ্গা সারাদিন দলবল নিয়ে গুণ্ডামি করে বেড়ালেও গরীব মানুষের কাছে সে রবিনহুডের নামান্তর। মাসির সঙ্গে এনজিও-র কাজ চালায় সে। গঙ্গার বিয়ে দিতে বদ্ধপরিকর তার মাসি। এইসময় গঙ্গার সঙ্গে দেখা হয় শহরের ছেলে গদাইয়ের। গ্যাংস্টার গঙ্গা গদাইয়ের প্রেমে পড়ে। ধীরে ধীরে পাল্টে যেতে থাকে তার সাজগোজ, চালচলন। গঙ্গা হয়ে ওঠে এক সম্পূর্ণ নারী।
৩ ফেব্রুয়ারী থেকে দেখা যাবে এই ধারাবাহিকগুলি।