আবারও সেরা দশে ‘সাঁঝের বাতি’
RBN Web Desk: এ সপ্তাহে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকার সেরা দশে আবারও জায়গা করে নিল ‘সাঁঝের বাতি’। এই ধারাবাহিকের দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিজওয়ান রব্বানি শেখ ও দেবচন্দ্রিমা সিংহ রায়। এছাড়াও এ সপ্তাহে সেরা দশে উঠে এসেছে ‘মহাপীঠ তারাপীঠ’। এই ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী।
অন্যদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ‘ত্রিনয়নী’ ফের অর্জন করল প্রথম স্থান। গত সপ্তাহে ‘করুণাময়ী রাণী রাসমণি’র প্রথম স্থান দখলের পর অনেকেই আশা করেছিলেন আগামী বেশ কয়েক সপ্তাহ নিজের জায়গা ধরে রাখবে ধারাবাহিকটি। কিন্তু ৮.৬ রেটিং নিয়ে ‘করুণাময়ী রাণী রাসমণি’কে সরিয়ে নিয়ে ফের নিজের পুরোনো স্থানে ফিরে এল ‘ত্রিনয়নী’। দুমাসেরও বেশি সময় ধরে প্রথম স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিকটি। এ সপ্তাহে ‘করুনাময়ী রাণী রাসমণি’র রেটিং ৮.৩।
আরও পড়ুন: ফেলুদা হিসেবে কাকে দেখতে চান? দর্শকের কাছে মতামত চাইলেন সৃজিত
এদিকে এ সপ্তাহেও তৃতীয় স্থান দখলে রাখল ‘শ্রীময়ী’ (৭.৭)। তবে সামান্য পরিবর্তন দেখা গেছে এবারের টিআরপি তালিকায়। বেশ কয়েকটা ধারাবাহিক যেগুলি সচরাচর সেরা দশে জায়গা পায় না, সেগুলি রেটিংয়ের নিরিখে ভালো ফল করেছে।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১২টি ধারাবাহিক এরকম।
১. ‘ত্রিনয়নী’ (৮.৬)