ফের ছোট পর্দায় ডাঃ মুনসীর ডায়রি, সূত্রধর সৃজিত

RBN Web Desk: ছোট পর্দায় ফিরছে ফেলুদা, তোপসে, জটায়ু। সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা, সমকালীন বাংলা সাহিত্যে অন্যতম জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে একটি বলে গন্য করা হয়।

তবে এই তিন মূর্তির প্রত্যাবর্তন কোনও মেগা-ধারাবাহিকের মাধ্যমে নয়। কিছুদিনের মধ্যেই একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হতে চলেছে বাছাই করা ৮০টি টেলিফিল্মের সম্প্রচার। একসময় টেলিভিশনে নিয়মিত দেখানো হত এমন অনেকের টেলিফিল্ম, যাঁরা পরবর্তীকালে বাংলা ছবির সফল পরিচালক হয়েছেন। অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল ও রাজ চক্রবর্তী এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য।

আবার বছর সাতেক পর, আসছে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম

এই সব পরিচালকদের টেলিফিল্মই আবার ফিরিয়ে আনা হচ্ছে টেলিপ্লেক্স নামক অনুষ্ঠানে, আর সন্দীপ রায়ের পরিচালনায় ডাঃ মুনসীর ডায়রি দিয়েই শুরু হবে এই সিরিজ়। ২০০০ সালে নির্মিত এই টেলিফিল্মে ফেলু, তোপসে ও জটায়ুর চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় ও বিভু ভট্টাচার্য। অন্যান্য ভূমিকায় ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, কৌশিক সেন, দীপঙ্কর দে, লিউ হিল্ট, ভীষ্ম গুহঠাকুরতা, শঙ্কর চক্রবর্তী ও ব্রততী বন্দোপাধ্যায়।

কৌশিক, অরিন্দম, অঞ্জনের পাশাপাশি থাকছে প্রভাত রায়, যীশু দাশগুপ্ত, পার্থ সেনের ছবিও।

হারানো লেত্তি, হারানো লাট্টু

গোটা সিরজ়টির সূত্রধরের ভূমিকায় থাকছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির শুরুতে, বিরতিতে এবং শেষে পরিচালক, কলাকুশলীদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে তিনি দর্শকদের সামনে তুলে ধরবেন টেলিফিল্মগুলিকে নিয়ে নানা অজানা গল্প।

চ্যানেল সূত্রের খবর, প্রত্যেকটি ছবিই নতুন ভাবে কালার কারেকশন করে হাই ডেফিনিশন ফরম্যাটে দর্শকদের সামনে নিয়ে আসা হবে।

১২ ফেব্রুয়ারী থেকে প্রতি শুক্রবার রাত দশটায় কালারস বাংলা চ্যানেলে দেখানো হবে এই সব টেলিফিল্ম।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *