বিপরীত মেরুর রুদ্রিকের সঙ্গে মালাবদল, কোন লড়াইয়ের প্রস্তুতি তিথির?
কলকাতা: নিম্নমধ্যবিত্তের উপর উচ্চবিত্তের শোষণের গল্প একেবারেই নতুন নয়। রাতের অন্ধকারে ফুটপাথে শুয়ে থাকা ঘুমন্ত মানুষগুলোর ওপর দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া গাড়িই হোক বা সেখানে ঘুমিয়ে থাকা কোনও অসহায় যুবতী বা শিশুকে পাচার করাই হোক। সমাজের সেই উশৃঙ্খল উচ্চবিত্তদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে এগিয়ে আসে না কেউ, এমনকি রাস্তার মোড়ে থাকা সিসিটিভি থেকেও সেই মুহুর্তের ফুটেজ লোপাট হয়ে যায়।
তেমনই এক ব্যবসায়ী পরিবারের বখাটে ছেলে রুদ্রিক, মদ্যপ অবস্থায় এক পথচারীকে গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিথি। বিয়ের দুদিন আগে মায়ের অমতে আদালতে ছেলেটির বিরুদ্ধে সাক্ষী দিতেও হাজির হয় সে। ফলে শুরু হয় লড়াই। মধ্যবিত্ত পরিবারের মেয়েটির লক্ষ্য সরকারি চাকরির পরীক্ষায় পাশ করা। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই তিথির জীবনে সমস্যা ডেকে আনে রুদ্রিক।
আরও পড়ুন: জল্পনার অবসান, শীতেই সন্দীপের ‘শঙ্কু আর ফেলুদা’
সমাজের এই দুই শ্রেণি থেকে উঠে আসা দুটি ছেলেমেয়ের জীবনের গল্প নিয়েই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘বরণ’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী পাল ও সুস্মিত মুখোপাধ্যায়। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁরা।
ইঞ্জিনিয়ারিং পাশ করে মুম্বইতে চাকরি করছিলেন সুস্মিত। পাশাপাশি চলছিল অভিনয়ের প্রশিক্ষণ ও থিয়েটারে অভিনয়।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
অন্যদিকে পুরুলিয়ার মেয়ে ইন্দ্রাণী ছোট থেকেই অভিনয়জগতে আসার স্বপ্ন দেখতেন। “বাবাকে পড়াশোনার কথা না বললে কলকাতায় আসতেই দিত না। তারপর কলকাতায় ইঞ্জিনিয়রিং পড়তে আসা। পাশাপাশি মডেলিং করতাম। তারপর এই ধারাবাহিকে সুযোগ পেলাম,” বললেন ইন্দ্রাণী।
তিথির জীবন দুর্বিষহ করে তোলাই রুদ্রিকের একমাত্র লক্ষ্য। বিয়ের রাতে তিথির স্বামীকে গুলি করতেও পিছপা হয় না রুদ্রিক। ছেলেটির বাবার কাছে বিচার চাইতে হাজির হয় সে। কোনও এক কারণে তিথি-রুদ্রিকের বিয়েও হয়ে যায়। বিপরীত মেরুর দুই মানুষ কি আদৌ একে অপরকে ভালোবেসে সংসার করতে পারবে? এই প্রশ্নকে সামনে রেখেই এগোবে ‘বরণ’।
রুদ্রিকের বাবার চরিত্রে অভিনয় করছেন কুশল চক্রবর্তী এবং তিথির মায়ের চরিত্রে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে।
এতদিন স্টার জলসায় সোম থেকে শুক্র রাত ৮টায় দেখা যাচ্ছিল ‘মোহর’। ৫ এপ্রিল থেকে ওই একই সময়ে ‘মোহর’-এর পরিবর্তে আসছে ‘বরণ’।