আবার বছর সাতেক পর, আসছে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম
RBN Web Desk: ফিল্মী সঙ্গীতের দাপটে যখন বাংলা বেসিক গান দীর্ঘদিন কোমায়, ঠিক তখনই জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু নিয়ে আসছে তাদের দশ নম্বর অ্যালবাম। চন্দ্রবিন্দুর শেষ অ্যালবাম—নয়—মুক্তি পেয়েছিল ২০১২ সালে। অর্থাৎ, দীর্ঘ সাত বছর পর মু্ক্তি পেতে চলেছে তাদের নতুন অ্যালবাম ।
মোট দশটি গান থাকবে এই অ্যালবামে। ইতিমধ্যেই পাঁচটি গানের পরিকল্পনা শেষ করেছে ব্যান্ডটি। তবে অ্যালবামের নাম ও মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
হারানো লেত্তি, হারানো লাট্টু
কি কি গান থাকছে এই অ্যালবামে?
বেশ কিছুদিন ধরেই চন্দ্রবিন্দু ‘প্রধানমন্ত্রী প্লিজ আমাকে একটা মেয়ে দেখে দিন’, এই গানটি গাইছে বিভিন্ন অনুষ্ঠানে। বেশ জনপ্রিয়ও হয়েছে গানটি। এটি থাকছে নতুন অ্যালবামে। এছাড়াও ‘আমি এক লজেন্সে চলে যাব হাওড়া থেকে কসবা’ গানটির রেকর্ডিং শেষ হয়েছে। বাকি তিনটি নির্বাচিত গান হল, ‘ভালো লাগে না আর মোটে’, ‘ওঃ শিট!’ এবং ‘আমি গাড়ি কিনলে লরি কিনব’।
যে জন থাকে মাঝখানে
ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত সংবাদমাধ্যমকে জানালেন, স্টুডিয়ো অ্যালবাম হলেও, গোটা ব্যান্ড নিয়ে তারা লাইভ রেকর্ডিং করছেন গানগুলো। কোনও অনুষ্ঠানে যেমন প্রত্যেকটি বাদ্যযন্ত্র একসাথে বাজানো হয়, ঠিক সেইভাবেই রেকর্ডিং করা হচ্ছে গানগুলো। ডিজিটাল পদ্ধতিতে রেকর্ডিং চালু হওয়ার পর, সব যন্ত্রের একসাথে শব্দগ্রহণ আর করা হয় না। এই প্রথম চন্দ্রবিন্দু সেই পুরনো পদ্ধতিতে রেকর্ডিং করছে। তবে প্রযুক্তিগত কারণে, বাদ্যযন্ত্রের কিছু কিছু অংশ আলাদা সিকোয়েন্সিং করে জুড়তে হচ্ছে, জানালেন উপল।
ব্যান্ডর অন্য সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় জানালেন, একেবারেই নিজেদের তাগিদ থেকে অ্যালবামটি করছেন তারা।