সম্প্রচারের আগে এ সপ্তাহের গল্প: ফিরকি
RBN Web Desk: লক্ষ্মীকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় ফিরকি। খুনের দায়ে লক্ষ্মীকে ফাঁসাতে চায় সিনহা রায় পরিবার। এই কেসের পিছনে ফিরকির গতিবিধি লক্ষ্য করার জন্য এক আইনজীবীকে নিয়োগ করে রমা। লক্ষ্মীকে বাঁচানোর জন্য ফিরকি নিজে ওর মায়ের পক্ষের আইনজীবী হতে চাইলে বিচারক রাজি হন না।
ওদিকে মুসকান প্রমাণ করে যে মাদকদ্রব্য পাচারের পিছনে রোজ়ির হাত ছিল, লক্ষ্মী সম্পূর্ণ নির্দোষ। লক্ষ্মী তার মামলাটিকে পুনর্বিবেচনা করার আবেদন জানায়। তার এই আবেদন কি মঞ্জুর হবে? লক্ষ্মী ও ফিরকি কি সবার সামনে সত্যিটাকে তুলে ধরতে পারবে? এ সপ্তাহে এমনই কিছু রোমাঞ্চকর পর্ব দেখা যাবে ধারাবাহিক ‘ফিরকি’তে।
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৃহন্নলারা লিঙ্গবৈষম্যের শিকার। সেই বিষয়কে কেন্দ্র করে শুরু হয় ধারাবাহিক ‘ফিরকি’। নামভূমিকায় অভিনয় করছেন সম্প্রীতি পোদ্দার। নীলাদ্রির চরিত্রে দেখা যাচ্ছে সায়ন মুখোপাধ্যায়কে। লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করছেন আর্যা বন্দ্যোপাধ্যায়।
অনাথ ফিরকিকে ছোটবেলায় খুঁজে পায় লক্ষ্মী। বৃহন্নলা হয়েও সে মাতৃস্নেহে ফিরকিকে বড় করতে থাকে। আইনবিদ হয়ে বৃহন্নলাদের লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে ফিরকির। মেয়ের এই সাফল্য দেখে লক্ষ্মী খুশি হয়। এরই মধ্যে ফিরকিকে বিয়ের প্রস্তাব দেয় ছোটবেলার বন্ধু নীলাদ্রি। সেই গল্প এগিয়ে এখন এক চরম বাস্তবের মুখোমুখি এই ধারাবাহিকের চরিত্ররা।
সব বনমালীরাই হয়ত রাধা হতে চায়। কিন্তু সমাজের বাধা টপকে তাঁদের সবার রাধা হয়ে ওঠা হয় না। বৃহন্নলাদের বিরুদ্ধে লিঙ্গবৈষম্য নতুন নয়। এর আগে বহু চলচ্চিত্র বা গল্পের পাতায় বনমালীর রাধা হওয়ার স্বপ্নপূরণের আখ্যান থাকলেও, কোনও বাংলা ধারাবাহিকে বৃহন্নলাদের জীবনযুদ্ধের কাহিনী এই প্রথম উঠে এল। প্রথম থেকেই দর্শকের বেশ পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক।
প্রতিদিন রাত ৯.০০টায় জ়ি বাংলায় দেখা যাবে ‘ফিরকি’।