মোটিভেশন নেই, টেলিভিশনে ফিরছেন না অর্জুন
কলকাতা: মোটিভেশন নেই, তাই টেলিভিশন ধারাবাহিকে আর অভিনয় করবেন না বলে জানিয়ে দিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। কিছুদিন আগেও জামাই রাজা সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা গেছে তাঁকে। কিন্তু এরপরে আর কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যাবে না বলে জানালেন তিনি।
রেডিওবাংলানেট-কে অর্জুন জানালেন, “এখানে যে ফরম্যাটে ধারাবাহিকের কাজ হয় সেটা আমার বেশ অপছন্দের। অনেক বেশি সময় দিতে হয় সিরিয়ালে অভিনয় করার সময়। তাতে কাজ করার মোটিভেশন থাকে না। ভবিষ্যতে যদি কাজের ধরণ পাল্টায় তাহলে আবার ভেবে দেখতে পারি।”
আবার বছর সাতেক পর, আসছে চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম
২০১০ সালে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সৃজনে গানের ওপারে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে সবার নজরে আসেন অর্জুন। ইতিমধ্যেই বড় পর্দায় কাজ করে ফেলেছেন অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বিরসা দাশগুপ্ত, প্রতিম ডি গুপ্তার মত পরিচালকদের সঙ্গে।
অন্য ধরণের চরিত্রে কাজ করার প্রসঙ্গে অর্জুন জানালেন, “এরকম কাজই খুঁজি, সবসময় যে পাই তা নয়। তবে সেটা ইন্টেলেকচুয়াল চরিত্র হতে হবে এমন কোনও মানে নেই। সব ধরণের ছবিতেই কাজ করতে চাই। মূলধারার ছবিতে সিঙ্ঘম বা সিম্বার মত চরিত্র, যা দেখে দর্শক হলে সিটি দেবে, তেমন ছবিও আমার দারুণ পছন্দের।”
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
মূলধারার না হলেই যে সেটা আর্টহাউজ় ছবি হতে হবে, এমনটা মানেন না অর্জুন। “বরং এর মাঝামাঝি এখন যে রকম ছবি তৈরি হচ্ছে তাতে অনেক নতুন ধরণের কাজ করার সুযোগ পাচ্ছি,” দাবী এই অভিনেতার।
অর্জুনের পরবর্তী ছবি অঞ্জন দত্তর পরিচালনায় ফাইনালি ভালবাসা মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারী। অঞ্জনের পরিচালনায় অপারেশন রাইটার্সের কাজও শুরু হবে শীঘ্রই। এই ছবিতে অগ্নিযুগের বিপ্লবী বাদল গুপ্তর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও এপ্রিলে ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে দুর্গেশগড়ের গুপ্তধন।