ফুটবলারের প্রেমে শ্রীমা ভট্টাচার্য
RBN Web Desk: এক ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীমা ভট্টাচার্য । তবে বাস্তবে নয়, টিভির পর্দায়। জামাই রাজা ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র নীলাশার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীমা। সম্প্রতি শেষ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিকটি, আর তার পরেই শ্রীমা মন দিয়েছেন এই ফুটবলারকে।
তবে এবার ধারাবাহিক নয়, একটি টেলিফিল্মে শ্রীমাকে দেখা যাবে এই ফুটবলারের সঙ্গে প্রেম করতে। টেলিফিল্মের নাম মিত্তির পাড়ার মারাদোনা। কয়েকদিনের মধ্যেই আসছে এই ছবিটি যেখানে শ্রীমা অভিনয় করেছেন নায়িকার চরিত্রে। নায়কের ভূমিকায় ঋষভ বসু, যাঁকে দেখা গেছে কুয়াশা যখন ছবিটির প্রধান চরিত্রে।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
শোনা যাচ্ছে টেলিফিল্মটি পুরোটাই ফুটবল নিয়ে। সমান্তরাল দুটি প্রেমকাহিনী রয়েছে গল্পে।
ফুটবল তাঁর অন্যতম প্রিয় খেলা এবং তিনি ব্রাজ়িলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের দারুণ ভক্ত, সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন শ্রীমা। এই ছবির নায়কও একজন ফুটবলার।