জোড়া রহস্যের সন্ধানে টিম ফেলুদা, গন্তব্য পুরী
কলকাতা: রাতের অন্ধকারে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পাহাড়ের গা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয় এক বৃদ্ধকে। এর ঠিক ন’মাস পর পুরী থেকে খোয়া যায় দুটি দুষ্প্রাপ্য পুঁথি। এই জোড়া রহস্যের সমাধান করতে আপাতত টিম ফেলুদার গন্তব্য বাঙালির অন্যতম প্রিয় সৈকতশহর। তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হলেন তাঁরা, প্রকাশিত হলো ছবির প্রথম পোস্টার।
সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’ অবলম্বনে একই নামের ছবি তৈরি করছেন তাঁর পুত্র সন্দীপ রায়। ফেলুদার ভূমিকায় এই প্রথমবার রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসে ও জটায়ুর চরিত্রে রয়েছেন আয়ুশ দাস ও অভিজিৎ গুহ। অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ভরত কল, সাহেব চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
“ইন্দ্রনীল ফেলুদা হবে এটা অনেকদিন আগে থেকেই স্থির ছিল,” বললেন সন্দীপ। ‘ওকে কথা দিয়েছিলাম এই চরিত্রে ওই অভিনয় করবে। আমরা কথা দিয়ে কথা রাখি। অভিনেতা বদলের কোনও প্রশ্নই ওঠে না।”
নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইন্দ্রনীলও। জানালেন, “ফেলুদার চরিত্রে অভিনয় করা যে কোনও অভিনেতার কাছে স্বপ্নের মতো। আমার ক্ষেত্রে সেটা বাস্তব হয়ে গেল। ছ বছর পর বড়পর্দায় আসছে ফেলুদা। আশা করি ছবিটা সবার ভালো লাগবে।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
জটায়ুর চরিত্রায়ন নিয়ে ধন্ধে ছিলেন সন্দীপ। এদিকে জটায়ু ছাড়া যে ফেলুদার ছবি জমবে না, সেটাও তিনি বিলক্ষণ জানতেন। “আমার স্ত্রী (ললিতা রায়) রাণার (অভিজিৎ) নাম করে। আমার প্রস্তাবটা পছন্দ হয়। রাণার অভিনয়ও দেখেছি। ও প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায়,” বললেন সন্দীপ।
“ফেলুদার ছবি মানেই আমার স্থান পাকা,” বললেন পরাণ। “বেশিরভাগ দর্শক আমাকে কৌতুকাভিনেতা হিসেবে চেনে। ‘বোম্বাইয়ের বোম্বেটে’তে যথেষ্ট ঝুঁকি নিয়ে ও পুলক ঘোষালের চরিত্রে আমাকে কাস্ট করেছিল। এই নিয়ে ওকে সমালোচনাও শুনতে হয়। ছবি সুপারহিট হওয়ার পর অবশ্য সবার মুখ বন্ধ হয়ে যায়।”
(বাঁদিক থেকে) পরাণ বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়
এর আগে সন্দীপের ‘যেখানে ভূতের ভয়’ ছবিতে ন্যাপলার চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুশ। ‘হত্যাপুরী’র মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। “ফেলুদার সিরিজ়ের পাঠকরা কিশোর বয়সে সবাই নিজেকে তোপসে হিসেবে কল্পনা করে। আমিও তার ব্যতিক্রম নই। তাই তোপসের চরিত্রে অভিনয় একেবারে স্বপ্নপূরণের মতো। এত সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারব। এটাও একটা বড় পাওনা,” বললেন আয়ুশ।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
আপাতত দু’দিনের মতো শ্যুটিং হয়েছে। শীঘ্রই পুরী যাবে টিম ফেলুদা। সেখানে ১০-১৫ দিনের মতো কাজ আছে বলে জানালেন সন্দীপ।
“পুরী ও দার্জিলিং বাবার খুব প্রিয় শহর ছিল। তাই পুরীতে শ্যুট করতে পারব বলে খুবই ভালো লাগছে,” বললেন সন্দীপ।
২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘হত্যাপুরী’।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী