শ্রীজাতর কথায়, জয়ের সুরে প্রকাশিত হলো ‘উড়ান’-এর গান
কলকাতা: চিরচেনা থ্রিলার ও সম্পর্কের গল্পের গন্ডি থেকে বেরিয়ে নারীশক্তি ও আর্সেনিক সমস্যা নিয়ে বার্তা দিতে আসছে পরিচালক ত্রিদিব রমনের ছবি ‘উড়ান’। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও সুব্রত দত্ত। ‘উড়ান’-এর গান লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জয় সরকার। গতকাল শহরে এক অনুষ্ঠানে প্রকাশিত হলো ছবির টিজ়ার ও মিউজ়িক অ্যালবাম। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা।
‘উড়ান’-এর কেন্দ্রে রয়েছে পৌলমী। বাংলার এক প্রত্যন্ত গ্রামে শিশুদের সঙ্গীত শিক্ষিকা হিসেবে কাজ করতে গিয়ে পৌলমী জানতে পারে গোটা এলাকাটাই আর্সেনিকে আক্রান্ত। আর্সেনিকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়াতে লড়াই শুরু করে পৌলমী, পাশে পায় রোমিত (সাহেব) ও বহুরূপীকে (সুব্রত)।
আরও পড়ুন: অবহেলিত হেমন্তের উদযাপন করবে কথাদের বায়স্কোপ
“সাতটা গান থাকছে ছবিতে,” জানালেন জয়। “এখনকার নিরিখে সেটা সংখ্যায় অনেক বেশি হলেও আসলে ছবিটাকে মিউজিক্যালও বলা চলে। যেহেতু ছবির নায়িকা একজন সঙ্গীত শিক্ষিকা, তাই শ্রাবন্তীর লিপে অনেকগুলো গান থাকছে।”
ছবিতে শ্রেয়া ঘোষালের কণ্ঠে চারটে গান থাকছে যার মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নব আনন্দে জাগো’। এই গানে শ্রেয়ার সঙ্গে গলা মিলিয়েছেন শ্রীকান্ত আচার্য। দুটি গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও খরাজ মুখোপাধ্যায়। এছাড়া একটি গান গেয়েছে মোক্ষ ব্যান্ড।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
“ছবিটা নারীশক্তি ও আর্সেনিক সচেতনতা নিয়ে হলেও সঙ্গীতের ক্ষেত্রে বিভিন্নরকম পরিস্থিতির গান থাকছে। তাই নানা ধরণের কথা আমাকে লিখতে হয়েছে,” জানালেন শ্রীজাত। “রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য ছ’টা গানের প্রত্যেকটাই আলাদা ধরণের। একটা খুব সুন্দর প্রেমের গান আছে। ‘উড়ান’ বলে একটি গান আছে যেটা একটি মেয়ের স্বপ্নের কথা বলে। এছাড়া শহর কলকাতাকে নিয়ে একটি গান লিখেছি, যেমনটা সচরাচর লেখার সুযোগ পাই না। আর আর্সেনিক সচেতনতা নিয়ে গান তো থাকছেই যেটা নচিকেতা গেয়েছেন।”
ছবির বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক বলে মনে করেন শ্রীজাত। “এই ধরণের ছবি আরও হওয়া উচিত। নারীশক্তির কথা, তাদের লড়াই, এগুলো বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। আর আর্সেনিক সচেতনতা নিয়ে তো আগে কোনও ছবি হয়েছে বলে জানি না। তাই সেদিক দিয়েও এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার ভালো লাগবে আশা করি,” বললেন তিনি।
১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘উড়ান’।